ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জ এসপির নামে ভুয়া আইডি খুলে প্রতারণা কলেজছাত্র গ্রেফতার

প্রকাশিত: ০৯:২৫, ৭ সেপ্টেম্বর ২০১৯

কিশোরগঞ্জ এসপির নামে ভুয়া আইডি খুলে প্রতারণা কলেজছাত্র গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ পুলিশ সুপারের নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণার দায়ে আঃ হান্নান (২০) নামে এক বিশ্ব বিদ্যালয়ের ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমান্ডে নিয়েছে থানা পুলিশ। শনিবার দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালিদ বিপিএম (বার) এ তথ্য নিশ্চিত করেন। এ সময় এসপি গণমাধ্যমেক জানান, বরগুণা জেলার আমতলী উপজেলার দক্ষিণ তক্তা বুনিয়া গ্রামের নাশির প্যাধার ছেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র আঃ হান্নান গত তিন মাস ধরে ফেসবুকে ‘মাশরুকুর রাহামান খালিদ’ নামে একটি ভুয়া আইডি খুলে। পরে নিজেকে ‘কিশোরগঞ্জের এসপি’ পরিচয় দিয়ে ধনাঢ্য মহিলাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এছাড়া ওই ভুয়া আইডিতে পুলিশ সুপারের ছবিসহ অন্যান্য অফিসারদের ছবি, পুলিশ সুপার উপস্থিতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন অনুষ্ঠানের ছবি আপলোড করে আসছিল। ইতোমধ্যে ফাঁদ পেতে ব্যবসায়ী, আইনজীবী ও রাজনীতিকসহ ৪ জনের সঙ্গে প্রতারণা করে অর্থ আদায় করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সে স্বীকার করেছে। এ ব্যাপারে গত ৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জ মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গত ৫ সেপ্টেম্বর জালিয়াত চক্রের সদস্য আঃ হান্নানকে সাইবার ক্রাইম ইউনিট, ঢাকা ও বরগুনা পুলিশের সহযোগিতায় বরগুনার আমতলী সদরের বকুলনেছা মহিলা কলেজ রোড থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে কিশোরগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এছাড়া জালিয়াতি চক্রের অন্য সদস্যদের গ্রেফতারেও পুলিশ তৎপর রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দারিদ্রতার কারণে এই পথ বেছে নিয়েছে বলেও সে জানিয়েছে।
×