ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকায় কোরিয়া কাপ তায়কোয়ান্ডো সমাপ্ত

প্রকাশিত: ০৯:৩৫, ৭ সেপ্টেম্বর ২০১৯

ঢাকায় কোরিয়া কাপ তায়কোয়ান্ডো সমাপ্ত

স্পোর্টস রিপোর্টার ॥ কোরিয়া কাপ তায়কোয়ান্ডোর পুরুষ সিনিয়র বিভাগে সেনাবাহিনী ও জুনিয়র বিভাগে সিরাজগঞ্জ এবং নারী সিনিয়র বিভাগে রাউজান তায়কোয়ান্ডো অ্যাসোসিয়েশন ও জুনিয়র বিভাগে চট্টগ্রাম চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের পুরুষ সিনিয়র বিভাগে নয়টি ও ছয়টি রূপা জিতে সেরা হয় সেনাবাহিনী। জুনিয়রে সিরাজগঞ্জ তিনটি স্বর্ণ, একটি রূপা ও দুটি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়। নারী সিনিয়র বিভাগে রাউজান ছয়টি স্বর্ণ, তিনটি রূপা ও একটি ব্রোঞ্জ জিতে এবং জুনিয়র বিভাগে চট্টগ্রাম চারটি স্বর্ণ ও দু’টি রূপা জিতে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া পুমসে জুনিয়র ক্যাটাগরিতে আদমজী ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সেরা হয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, এমপি। এ সময় ঢাকাস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাসের রাষ্ট্রদূত হু ক্যাং ইল, ফেডারেশনের সভাপতি মোর্শেদ হেসেন কামাল ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন।
×