ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তালতলীতে সড়ক দূর্ঘটনায় পুলিশের এএসআই নিহত

প্রকাশিত: ০৯:৫৯, ৮ সেপ্টেম্বর ২০১৯

তালতলীতে সড়ক দূর্ঘটনায় পুলিশের এএসআই নিহত

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ বরগুনার তালতলী থানার পুলিশের এএসআই আবুল হাসান সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার বিকেলে আমতলী-তালতলী সড়কের দক্ষিণ কচুপাত্রা নামক স্থানে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। পুলিশ সুত্রে জানাগেছে, তালতলী থানার এএসআই-৫৩ আবুল হাসান বিপি নং-৮৭০৭১১৩৩২৮। থানার একটি ওয়ারেন্ট তামিল করতে কচুপাত্রা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে দক্ষিণ কচুপাত্রা এলাকার অপর একটি মোটর সাইকেল দেখে নিজের মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপরে ছিটকে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে তালতলী থানার ওসি শেখ শাহিনুর ইসলাম ও ওসি (তদন্ত) মোঃ আরিফুল ইসলাম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। নিহত আবুল হাসানের বাড়ী ঝালকাঠি জেলা নলচিঠি উপজেলার কয়া গ্রামে। তার বাবার নাম মোঃ বজলুর রহমান। তার স্ত্রী ও তিন বছরের এক পুত্র সন্তান রয়েছে। প্রত্যক্ষদর্শী শাহ আলম মুন্সি ও মনির বলেন, দ্রুতগতির মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় উপরে পরে যায়। এতে পুলিশের এএসআই আবুল হাসান ঘটনাস্থলেই নিহত হয়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে। তালতলী থানার ওসি (তদন্ত) আরিফুল ইসলাম বলেন, এএসআই আবুল হাসান ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেল দেখে হাইড্রোলিক ব্রেক ধরলে গাড়ীটি ছিটকে নিজ গা’য়ে পড়ে যায়। এতে তার মাথার মগজ বের হয়ে অতিরিক্ত রক্তক্ষরনে ঘটনাস্থলেই মারা গেছে। তিনি আরো বলেন, পুলিশের আইন অনুযায়ী আবুল হাসানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
×