ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু সার্বিক মুক্তির স্বপ্ন দেখতেন

প্রকাশিত: ০৫:৫৯, ৯ সেপ্টেম্বর ২০১৯

বঙ্গবন্ধু সার্বিক মুক্তির স্বপ্ন দেখতেন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. মহিউদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন উদার, নিলোর্ভ এবং মানবপ্রেমি মানুষ। তাঁর মানবিক গুনাবলী ছিল অনেক উপরের স্থরের। বাঙালি জাতিকে পরাধীনতা কবল থেকে মুক্তই করেন নি, গোটা পৃথিবীর শোষনের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাই দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, তা অনুকরণীয়। তিনি বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, বঙ্গবন্ধু সার্বিক মুক্তির স্বপ্ন দেখতেন। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে অবদান রাখা জরুরি। এই অবদান রেখে আমারা স্বাধীন বাংলার মহান স্থপতি বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানাতে পারি। তিনি সোমবার সকালে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে দৈনিক সভ্যতার আলোর ৩য় বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে স্মৃতিচারণ করতে গিয়ে এ কথা বলেন। মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। বিশেষ অতিথির ভাষণ দেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার)। মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এসএম শফিক, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, জেলা জাতীয় পার্টির সভাপতি কুতুবউদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির সহ সভাপতি আতোয়ার হোসেন বাবুল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহিন মো. আমানুল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ দাস ববি, নাট্যকার শিশির রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই- হাসান তুহিন, বর্তমান সহসভাপতি বাছির উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, সাবেক সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, অ্যাডভোকেট আবুসাঈদ সোহান ও পৌর কাউন্সিলর নার্গিস আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট সুজন দায়দার জনি। বক্তারা বলেন, দৈনিক সভ্যততার আলো সভ্যতা বিনিমার্ণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
×