ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যোগ্যতার প্রমাণ দিয়ে মেয়েরা বিশ্ব দরবারে জায়গা করে নিচ্ছে : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৭:০৯, ৯ সেপ্টেম্বর ২০১৯

যোগ্যতার প্রমাণ দিয়ে মেয়েরা  বিশ্ব দরবারে জায়গা করে নিচ্ছে :  প্রধানমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যোগ্যতার প্রমাণ দিয়ে বাংলাদেশের মেয়েরা এখন বিশ্ব দরবারে জায়গা করে নিচ্ছে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন। সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকে প্রসঙ্গটি উঠলে প্রধানমন্ত্রী বলেন, এক সময় দেশে নারীদের খেলা নিয়েই কথা বলা যেত না। এখন মেয়েরা নিজ যোগ্যতায় বিশ্বের সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছে। এটা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। মনোবল ধরে রাখতে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও এর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতেই আলোচনায় উঠে আসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিজয়ী হওয়ার বিষয়টি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী বলেন, মেয়েরা মাঠে গিয়ে খেলবে এক সময় এটা ছিলো এদেশে অসম্ভব ব্যাপার। সেই মেয়েরা এখন নিজ যোগ্যতায় বিশ্বের সেরাদের তালিকায় জায়গা করে নিচ্ছে। এটা বাংলাদেশের জন্য গৌরবের । মনোবল ধরে রাখতে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী কথা বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিয়েও। প্রধানমন্ত্রী বলেন, ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ ধীরে ধীরে বিশ্ব দরবারে জায়গা করে নিচ্ছে। আর শাকিব আল হাসান এখন ক্রিকেট বিশ্বে সেরাদের সেরা। এদিকে, মন্ত্রিসভা বৈঠকে নতুন উদ্যোক্তাদের সহজ কিস্তিতে ঋন নেয়ার সুযোগ রেখে এসএমই নীতিমালা ২০১৯ এবং বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন আইন ২০১৯ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
×