ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইরানে সাবেক মন্ত্রীর মেয়ে গ্রেফতার

প্রকাশিত: ০৯:১৯, ১০ সেপ্টেম্বর ২০১৯

ইরানে সাবেক মন্ত্রীর মেয়ে গ্রেফতার

ইরানের সাবেক এক শিল্প, বাণিজ্য ও খনিমন্ত্রীর মেয়েকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অবৈধ উপায়ে সম্পদ অর্জন এবং ওষুধ শিল্পের একটি অংশকে কোনঠাসা করেছেন। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরান স্টুডেন্টেস নিউজ এজেন্সি (আইএসএনএ) রবিবার এ কথা জানিয়েছে। ইয়াহু নিউজ। বিচারক আসাদুল্লাহ মাসুদি মাকামের বরাত দিয়ে আইএসএনএ জানায়, শবনম নেমতজাদা ও আহমেদ রেজা লস্কারিপুরের পরবর্তী শুনানি আগামী ১৫ সেপ্টেম্বর। মাকামের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্থানীয় ওষুধ শিল্পকে ধ্বংস, খাদ্য ও পানীয় আইন অমান্য এবং অবৈধভাবে ৪২ মিলিয়ন ডলারেও বেশি অর্থ অর্জন করেছেন। এর আগে গবর্নমেন্ট ডিসক্রেশনারি (উরংপৎবঃরড়হধৎু) পানিশমেন্টস অর্গানাইজেশন (জিডিপিও) ঘোষণা করে যে, দেড় মিলিয়ন ডলার মূল্যের ওষুধ পাচারের সঙ্গে শবনম জরিত রয়েছে। শবনমের পিতা মোহাম্মদ রেজা নেমতজাদা ২০১৩-২০১৭ সালে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি প্রশাসনে ছিলেন। চলতি বছর তেহরানের অর্থনীতিতে ধস দেখা দেয়ায় দেশটির প্রশাসন দুর্নীতির সঙ্গে জড়িতদের গ্রেফতারের বিষয়ে সোচ্চার হয়েছে। ২০০৯ সালে প্রতিষ্ঠিত রাসা ফার্মার ব্যবস্থাপনা পরিচালক শবনম রাজধানী তেহরানের কাছে বেভার্লি হিলস নামে একটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করে গত ফেব্রুয়ারিতে আলোচনায় আসেন।
×