ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় ডাক্তারকে মারধরের প্রতিবাদে কর্মবিরতি

প্রকাশিত: ০৯:৩৯, ১০ সেপ্টেম্বর ২০১৯

খুলনায় ডাক্তারকে মারধরের প্রতিবাদে কর্মবিরতি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসককে মারধরের ঘটনায় দুই ঘণ্টার কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চিকিৎসকরা। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সাত রাস্তা মোড়ে বিএমএ ভবন সংলগ্ন শহীদ ডাঃ মিলন চত্বরে এ কর্মবিরতি পালন করা হয়। বাংলাদেশ প্রাইভেট প্র্যাক্টিশনার্স এ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ সমাবেশে চিকিৎসক নেতারা বলেন, অবিলম্বে চিকিৎসককে মারধরের ঘটনায় জড়িতদের শাস্তির ব্যবস্থা করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে। এদিকে হঠাৎ করে চিকিৎসকরা কর্মবিরতি পালন করায় সাময়িক ভোগান্তিতে পড়েন সাধারণ রোগী ও তার স্বজনরা। গত শনিবার রাতে স্থানীয় সিটি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র রিপনের মৃত্যুকে কেন্দ্র করে নগরীর খালিশপুর ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুজাউদ্দীন সোহাগকে ধরে নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের সামনে মারধর করে রোগীর স্বজনরা।
×