ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাদক বিরোধী সভা

প্রকাশিত: ০৯:৪২, ১০ সেপ্টেম্বর ২০১৯

মাদক বিরোধী সভা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ দেশকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন, জীবন একটাই তাকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন এমন সেøাগান সামনে রেখে সোমবার বগুড়া জেলা কারাগারে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা। বগুড়া জেলা কারাগারের প্রায় দু’হাজারের বেশি কয়েদী ও হাজতি উপস্থিত ছিল। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন গওসুল আজীম চৌধুরী, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ মকবুল হোসেন ও জেলার রফিকুল ইসলাম ও সাংবাদিক মাহমুদুল আলম নয়ন। এতে সভাপতিত্ব করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বগুড়া শাখার উপ-পরিচালক দিলারা রহমান। মুক্তিপ্রাপ্ত বন্দীদের সহায়তা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৯ সেপ্টেম্বর ॥ সোমবার জেলা কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত বন্দীদের সংশোধন ও পুনর্বাসনের জন্য তাদের মাঝে রিক্সাভ্যান, ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। নওগাঁ জেলা কারাগারের আয়োজনে ও জেলা সমাজ সেবা অধিদফতর নওগাঁর সার্বিক সহযোগিতায় জেলা কারাগার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিপ্রাপ্ত বন্দীদের মাঝে রিক্সাভ্যান, ছাগল ও সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক হারুন-অর-রশিদ। অন্যান্যের মধ্যে জেল সুপার শাহ্ আলম মিয়া, জেলার দেবদুলাল কর্মকার, উপ-পরিচালক জেলা সমাজ সেবা কার্যালয় নুর মোহাম্মদ উপস্থিত ছিলেন।
×