ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গার্বেজ ক্যাফে!

প্রকাশিত: ১১:১২, ১০ সেপ্টেম্বর ২০১৯

গার্বেজ ক্যাফে!

ভারতের ছত্তিশগড় রাজ্যের অম্বিকাপুরে চালু হয়েছে প্রথম গার্বেজ ক্যাফে। সেখানে পাঁচ শ’ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিলে সকালের খাবার পাওয়া যাবে। আর এক কেজি প্লাস্টিক বর্জ্য দিলে দুপুরের অথবা রাতে খাবার খাওয়া যাবে। জুলাই মাসে শুরু হওয়া ক্যাফেটির কার্যক্রম সাড়া ফেলেছে ভারতজুড়ে। ইতোমধ্যে এর সুফলও পেতে শুরু করেছে শহর কর্তৃপক্ষ। ইনদোরের পর আম্বিকাপুর দেশটির দ্বিতীয় পরিচ্ছন্নতম শহরের স্বীকৃতি পেয়েছে সে জন্য। সংবাদ মাধ্যমগুলো জানায়, আম্বিকাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন শহরের প্রধান বাসস্ট্যান্ডে চালু করেছে ‘গার্বেজ ক্যাফে’। শুধু খাবার সরবরাহই নয়, যারা প্লাস্টিকের বর্জ্য কুড়িয়ে দিন চালায়, তাদের জন্য থাকার ব্যবস্থাও করা হচ্ছে। উদ্যোগটির সবচেয়ে প্রশংসনীয় দিক হচ্ছে, জমা হওয়া প্লাস্টিক বর্জ্য দিয়ে সড়ক নির্মাণ। আম্বিকাপুরে এর আগে আট লাখ প্লাস্টিক ব্যাগ ব্যবহার করে সড়ক তৈরি করা হয়েছে। এবার গার্বেজ ক্যাফে প্রকল্পে জমা হওয়া প্লাস্টিক দিয়ে সড়ক তৈরি করা হবে। যদিও, প্লাস্টিক দিয়ে সড়ক নির্মাণের এ পদ্ধতি যুক্তরাষ্ট্র, ইউরোপ এমনকি কম্বোডিয়াতেও আগে থেকেই ব্যবহৃত হচ্ছে। - জাকার্তা পোস্ট
×