ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চতুর্থ ড্রিমলাইনার

প্র্রধানমন্ত্রী উদ্বোধন করবেন শনিবার

প্রকাশিত: ১২:৩৮, ১০ সেপ্টেম্বর ২০১৯

প্র্রধানমন্ত্রী উদ্বোধন করবেন শনিবার

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ নতুন ৪র্থ বোয়িং ৭৮৭-৮ বিমান ‘ড্রিমলাইনার’ উদ্বোধন করবেন। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬তম বিমান হতে যাচ্ছে। সোমবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজহংস নামের এই চতুর্থ ড্রিমলাইনারটি যুক্তরাষ্ট্রের সিয়াটল বোইং ফ্যাক্টরি থেকে বৃহস্পতিবার ঢাকায় অবতরণ করবে। খবর বাসসর। এর আগে গত বছরের আগস্ট ও ডিসেম্বর মাসে ‘আকাশ বীণা’ ও ‘হংসবলাকা’ নামের প্রথম ও দ্বিতীয় ড্রিমলাইনার বোয়িং ৭৮৭-৮ বাংলাদেশে আনা হয়। গত জুলাই মাসে তৃতীয় বিমান গাংচিল আনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিমানগুলোর নামকরণ করেন। বোয়িং কোম্পানি থেকে বিমানটি গ্রহণ করতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান কর্তৃপক্ষ, বাংলাদেশ (সিএএবি) ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল বর্তমানে সিয়াটলে অবস্থান করছে। বিমানটি দেশে নিয়ে আসতে প্রতিনিধি দলটির সঙ্গে বাংলাদেশ বিমানের চীফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন শোয়েব চৌধুরীর নেতৃত্বে চার বিমান চালক সিয়াটলে গেছেন।
×