ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

তালেবানের সঙ্গে শান্তি আলোচনার ‘মৃত্যু’ ঘটেছে ॥ ট্রাম্প

প্রকাশিত: ০০:৫২, ১০ সেপ্টেম্বর ২০১৯

তালেবানের সঙ্গে শান্তি আলোচনার ‘মৃত্যু’ ঘটেছে ॥ ট্রাম্প

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যকার শান্তি আলোচনাকে ‘মৃত’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৮ বছর ধরে চলমান আফগান যুদ্ধের অবসানে এই আলোচনা শুরু হয়। শান্তিচুক্তির একটি খসড়াও স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই আলোচনাকে এখন অকার্যকর বলছেন ট্রাম্প। টুইন টাওয়ারে হামলার পর মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো আফগানিস্তানে হামলা চালিয়ে তালেবান সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে। তখন থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে যাচ্ছে গোষ্ঠীটি। দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বছরের জুন থেকে কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করেন তালেবান কর্মকর্তারা। গত সপ্তাহে এরই পরিপ্রেক্ষিতে একটি শান্তিচুক্তিতে একমত হয় দুই পক্ষ। তবে সম্প্রতি কাবুলে তালেবান হামলায় এক মার্কিন সেনা নিহতের পর শান্তিচুক্তি বাতিলের ঘোষণা দিয়ে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে অস্বীকৃতি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তালেবানের সঙ্গে আলোচনার প্রসঙ্গে সোমবার মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেন, ‘সেগুলো মৃত। সেগুলো মৃত। আমি যতোদূর জানি, সেগুলো মৃত।’ গত সপ্তাহে মার্কিন ও তালেবান প্রতিনিধিরা এই চুক্তির ব্যাপারে সম্মত হয়েছিলো। তবে মার্কিন প্রেসিডেন্ট শান্তি আলোচনায় বসতে অস্বীকৃতি জানানোর পর তালেবান জানিয়েছে, এর ফলে যুক্তরাষ্ট্রই বেশি ক্ষতিগ্রস্ত হবে।
×