ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবারের আসরের নাম ‘বঙ্গবন্ধু বিপিএল’

প্রকাশিত: ০৪:৫০, ১১ সেপ্টেম্বর ২০১৯

এবারের আসরের নাম ‘বঙ্গবন্ধু বিপিএল’

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করবে। এবারের আসরের নাম ‘বঙ্গবন্ধু বিপিএল’। আজ বুধবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি প্রধান বলেন, ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি এবারের বিপিএল বিসিবি আয়োজন করবে। এবারের আসরের নাম হবে বঙ্গবন্ধু বিপিএল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএল উৎসর্গ করা হবে। তিনি বলেন, এবারের বিপিএলে সাতটি দল খেলবে। প্রত্যেকটি দলের নামও একই থাকবে। টুর্নামেন্টের সব খরচ বহন করবে বিসিবি, দায়িত্বও বিসিবির। তিনি জানান, বিপিএলের প্রত্যেকটি দলের নামও একই থাকবে। ফ্র্যাঞ্চাইজরা বিদেশ থেকে কোচ বা অতিরিক্ত ক্রিকেটার আনতে চাইলে তারা সেটি পারবে।
×