ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একাডেমি দলগুলোকে নিয়ে বসুন্ধরা কিংসের ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্ট

প্রকাশিত: ০৮:৫৩, ১১ সেপ্টেম্বর ২০১৯

একাডেমি দলগুলোকে নিয়ে বসুন্ধরা কিংসের ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্ট

স্পোর্টস রিপোর্টার ॥ দেশে বেশকিছু ফুটবল একাডেমি আছে। খেলোয়াড় তৈরি করাই তাদের মূল লক্ষ্য। কিন্তু তারা আজ পর্যন্ত কোন প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট খেলেনি। সেই কাজটিই অর্থাৎ ফুটবল একাডেমিগুলোকে নিয়ে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে বসুন্ধরা কিংস। তাদের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের (বিএফএসএফ) আয়োজনে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় বৃহস্পতিবার থেকে মাঠে গড়াচ্ছে ‘বসুন্ধরা কিংস বিএসএফএ অনুর্ধ-১৪ একাডেমি কাপ ফুটবল’। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন পল্টনের আউটার স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে ঢাকার দুটি ও ঢাকার বাইরের ১০টিসহ মোট ১২টি একাডেমি চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে-গ্রুপ ‘এ’তে এমকে গ্যালাকটিকো, ফেনী এফএ, ধলেশ্বরী এফএ; গ্রুপ ‘বি’তে গোপনগর কেপিকে, ভুইয়া এফএ, এফসি খুলনা; গ্রুপ ‘সি’তে ব্রাহ্মণবাড়িয়া এফএ, গেন্ডারিয়া এফএ, কেরানীগঞ্জ এফএ এবং গ্রুপ ‘ডি’তে আসাদুজ্জামান এসএ, শামস-উল হুদা এফএ ও কুড়িগ্রাম এফএ। ১২ সেপ্টেম্বর দুপুর ২টায় অনুষ্ঠেয় উদ্বোধনী ম্যাচে ফেনী এফএ মুখোমুখি হবে এমকে গ্যালাকটিকোর। দুপুর ১টায় টুর্নামেন্টের উদ্ধোধন করবেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। এই আসরের সব খেলা ফেসবুক এবং ইউটিউব ভিত্তিক টিভি চ্যানেল স্পোর্টস লাইফে সরাসরি সম্প্রচার করা হবে। গ্রুপ পর্যায়ের প্রতিটি ম্যাচের সময়সীমা ৭০ মিনিট। গ্রুপ পর্ব শেষে শীর্ষ চারটি দল ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় সেমিফাইনালে অংশ নেবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর। মোট ম্যাচ হবে ১৫টি। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ট্রফি ও মেডেল ছাড়াও যথাক্রমে নগদ এক লাখ ও পঞ্চাশ হাজার টাকা করে পাবে। এছাড়া প্রতিটি দল খেলার জার্সি, ১টি করে ফুটবল এবং ম্যাচ ফি পাবে। টুর্নামেন্ট থেকে বাছইকৃত খেলোয়াড়দের বাফুফে সহ প্রিমিয়ার ডিভিশনের ক্লাব গুলোর মাধ্যমে ভবিষ্যতের জন্য তৈরি করা হবে।
×