ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তাসের বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৪, ১১ সেপ্টেম্বর ২০১৯

তাসের বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ ২৪ দেশের মধ্যে কমপক্ষে ১৬তম স্থান অধিকারের লক্ষ্য নিয়ে বিশ্বকাপ ব্রিজ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় বিমানযোগে ঢাকা ছাড়ছে বাংলাদেশ জাতীয় ব্রিজ দল। এ নিয়ে দ্বিতীয় বারের মতো এ আসরে খেলতে যাচ্ছে তারা। ২০১৭ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েছিল লাল-সবুজ বাহিনী। আগামী ১৪-২৮ সেপ্টেম্বর পর্যন্ত চীনে উহানে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ব্রিজ প্রতিযোগিতা। বাংলাদেশের হয়ে যে ছয় খেলোয়াড় টুর্নামেন্টটিতে অংশ নেবেন, তারা হলেন- মনিরুল ইসলাম, রাশেদুল হাসান, শাহ মোঃ জিয়াউল হক, এএইচএম কামরুজ্জামান, আশিকুর রহমান চৌধুরী এবং মশিউর রহমান। এমএ কুদ্দুস যাচ্ছেন নন-প্লেয়িং ক্যাপ্টেন হিসেবে। মনিরুল বাদে বাকিরা সবাই এর আগে ২০১৭ বিশ্বকাপে খেলেছিলেন। বিশ্বকাপে বাংলাদেশ ব্রিজ দলকে পৃষ্ঠপোষকতা করবে চ্যানেল আই। এ উপলক্ষ্যে বুধবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ব্রিজ ফেডারেশন। সেখানে উপস্থিত ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন জানান, ‘বাংলাদেশের লক্ষ্য এই আসরে ১৬তম স্থানে থাকা। তবে দল ১৮ নম্বরে থাকলেও আমি তাদের ৫ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা বোনাস দেব।’ বিশ্বকাপের খেলা হবে লিগ পদ্ধতিতে। সব দলই খেলবে ২৩টি করে ম্যাচ। এরপর অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। মোহন জানান, ‘এই ২৪ দেশের মধ্যে একমাত্র বাংলাদেশ এবং নবাগত মরক্কো বাদে বাকি ২২ দেশই পূর্ণ পেশাদার। কাজেই এই আসরে ভাল ফল করা যে কেমন কঠিন, তার সবচেয়ে বড় প্রমাণ গত বিশ্বকাপের রানার্সআপ এবং দু’বারের চ্যাম্পিয়ন ফ্রান্স এবার চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করতে পারেনি!’ বাংলাদেশ দলকে ‘উৎসাহ’ দিতে তাদের সঙ্গে চীনে যাওয়ার কথা ছিল সরকারের উচ্চপদস্থ তিন কর্মকর্তার। কিন্তু শেষ পর্যন্ত তারা সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নেন। ২০১৭ বিশ্বকাপের আসরে তেমন ভাল ফল করতে না পারলেও যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইতালি ও মেক্সিকোর মতো শক্তিশালী দেশকে বাংলাদেশ হারিয়েছিল। চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে অল্প ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। গত ৩০ জুন জর্দানের আম্মানে অনুষ্ঠিত ব্রিজ ফেডারেশন এশিয়া মিডল ইস্ট (বিএফএএমই) জোনাল চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতে বাংলাদেশ জাতীয় ব্রিজ দল। ফাইনালে তারা সর্বাধিক ১২ বারের শিরোপাধারী ভারতকে হারায়। এই অর্জনে চীনে অনুষ্ঠেয় বিশ্বকাপ ব্রিজ প্রতিযোগিতায় অংশ নেয়ার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। জোনাল চ্যাম্পিয়নশিপে ১৭৮ দেশ অংশ নেয় এবং চূড়ান্ত পর্বে ২৪ দেশ অংশ নেয়ার যোগ্যতা অর্জন করে। যাদের মধ্যে আছে বাংলাদেশও। এখন দেখার বিষয়, এবারের ব্রিজ বিশ্বকাপে বাংলাদেশ দল কেমন ফল করে।
×