ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লঙ্কাবধে ঐতিহাসিক ‘প্রথম’ জয় জাতীয় নারী হকি দলের

প্রকাশিত: ০৮:৫৫, ১১ সেপ্টেম্বর ২০১৯

লঙ্কাবধে ঐতিহাসিক ‘প্রথম’ জয় জাতীয় নারী হকি দলের

স্পোর্টস রিপোর্টার ॥ নবাগতদের পরশে সৃষ্টি হলো নয়া ইতিহাস। আর সেই ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশ অ-২১ জাতীয় নারী হকি দল। এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি আসরে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে তারা। নিঃসন্দেহে এই জয় বাংলাদেশের নারী হকির ইতিহাসে ‘প্রথম’ জয় হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মাত্র অল্প কিছুদিনের পথচলা বাংলাদেশের নারী হকির। এর মধ্যেই প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক আসরে অংশ নিলো তারা। আর এই অল্প সময়ের মধ্যে তারা পেয়েছে নিজেদের প্রথম ঐতিহাসিক জয়টি, তাও মাত্র দ্বিতীয় ম্যাচেই!। সিঙ্গাপুরে অনুষ্ঠেয় এই আসরের মঙ্গরবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম থেকেই প্রাধান্য বিস্তার করে খেলে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের ২৭তম মিনিটে বাংলাদেশের রিতু খানম পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর চতুর্থ কোয়ার্টারের ৫৮ মিনিটে তারিন পেনাল্টি কর্নার থেকে আরেকটি একটি গোল করলে ব্যবধান দ্বিগুণ করে লাল-সবুহ বাহিনী। শেষ পর্যন্ত ওই ব্যবধানেই খেলা শেষ হলে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ শিবির। এর আগে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরের কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ দল। বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা লড়বে হংকংয়ের বিপক্ষে। এই আসরে বাংলাদেশসহ মোট ৬টি দল অংশ নিয়েছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলছে দলগুলো। টুর্নামেন্টের সেরা দুই দল অংশ নেবে ওমেন্স জুনিয়র এশিয়া কাপ ২০২০-এ।
×