ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাতীয় মহিলা দাবাড়ুর মর্যাদা পেতে চায় খুশবু

প্রকাশিত: ০৮:৫৫, ১১ সেপ্টেম্বর ২০১৯

জাতীয় মহিলা দাবাড়ুর মর্যাদা পেতে চায় খুশবু

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের নয়াদিল্লিতে ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের রাপিড ইভেন্টে রানারআপ হয়ে রৌপ্যপদক নিয়ে দেশে ফিরেছে ক্ষুদে দাবাকন্যা ওয়ারসিয়া খুশবু। অনুর্ধ-৮ বালিকা বিভাগে ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব দেখায় খুশবু। এই ইভেন্টে ছয় দেশের ২২ দাবাড়ু অংশ নেয়। এই আসরেই খুশবু স্ট্যান্ডার্ড দাবায় অংশ নিয়েছিল। প্রথম দুই রাউন্ডের দুটি খেলাতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষেও ছিল। কিন্তু শেষ পর্যন্ত ষষ্ঠ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। এছাড়া এই আসরের ব্লিটজ দাবায়ও অংশ নেয় সে। এখানে সে হয় ১১তম। এখন খুশবুর লক্ষ্য আগামী ১৮ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে সেরা দশের মধ্যে থাকা। এ প্রসঙ্গে খুশবুর ভাষ্য, ‘রানী হামিদের মতো কিংবদন্তি দাবাড়ুর সঙ্গে খেলাটাই আমার জন্য বিরাট সৌভাগ্যের ব্যাপার, এবার আমি জাতীয় মহিলা দাবায় সেরা দশের মধ্যে থাকতে চাই। তাহলে আমি জাতীয় মহিলা দাবাড়ুর মর্যাদা লাভ করবো। গতবার প্রথমবারের মতো অংশ নিয়ে ২২তম হয়েছিলাম।’ উল্লেখ্য, খুশবু এই বয়সেই বাংলাদেশে যুব দাবা প্রতিযোগিতার অনুর্ধ-৮ (বালিকা) বিভাগের শীর্ষ দাবাড়। এ পর্যন্ত দেশী-বিদেশী সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ১১টিতে চ্যাম্পিয়ন, ৭টিতে রানারআপ এবং ১টিতে তাম্রপদক পেয়েছে। এর মধ্যে আছে পাঁচটি আন্তর্জাতিক শিরোপা।
×