ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ ওয়ার্ল্ড আরচারিতে রোমান সানা ফাইনালে

প্রকাশিত: ০৮:৫৫, ১১ সেপ্টেম্বর ২০১৯

এশিয়া কাপ ওয়ার্ল্ড আরচারিতে রোমান সানা ফাইনালে

স্পোর্টস রিপোর্টার ॥ ফিলিপাইনের ক্লার্ক সিটিতে অনুষ্ঠেয় এশিয়া কাপ ওয়ার্ল্ড রাংঙ্কিং আরচারি টুর্নামেন্টে পুরুষ রিকার্ভ ডিভিশনে কোয়ালিফিকেশন রাউন্ডে ৭২০ স্কোরের মধ্যে বাংলাদেশের রোমান সানা ৬৭১ স্কোর করে দ্বিতীয় স্থান অর্জন করে ফাইনালে উন্নীত হয়েছেন। ফাইনালে আগামী ১৩ সেপ্টেম্বর চীনের সাই হেংকির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন রোমান। এছাড়া একই ইভেন্টে তামিমুল ইসলাম ৬৪৪ স্কোর করে ২০তম এবং হাকিম আহমেদ রুবেল ৬৪২ স্কোর করে ২১তম হন। রিকার্ভ মহিলা কোয়ালিফিকেশন রাউন্ডে বিউটি রায় ৬২৩ স্কোর করে ১৪তম স্থান অর্জন করেন। এছাড়া রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ৯টি দলের মধ্যে বাংলাদেশ (রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেল) ১৯৫৭ স্কোর করে চতুর্থ স্থান অর্জন করে। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ৮টি দলের মধ্যে বাংলাদেশ (রোমান সানা ও বিউটি রায়) ১২৯৪ স্কোর করে চতুর্থ স্থান অর্জন করে। ইলিমিনেশন রাউন্ডে রিকার্ভ পুরুষ এককে রোমান ১/২৪ খেলায় বাই পান, ১/১৬ খেলায় মিয়ানমারের থিহা টেট জ্যকে ৬-০ সেট পয়েন্টে, ১/৮ খেলায় থাইল্যান্ডের থেপনা দেনচাইকে একই ব্যবধানে, কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের ইয়াং হুইয়ে ঝিকে ৭-১ সেট পয়েন্টে এবং সেমিফাইনালে চীনের তা লাকে ৬-৪ সেট পয়েন্টে হারান।
×