ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একদিন পেছালো অ-১৮ ক্লাব ফুটবল

প্রকাশিত: ০৮:৫৬, ১১ সেপ্টেম্বর ২০১৯

একদিন পেছালো অ-১৮ ক্লাব ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ক্লাবগুলো নিয়ে অ-১৮ টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার থেকে। কিন্তু এক প্রেস বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে অনিবার্য কারণবশতঃ টুর্নামেন্টটি একদিন পিছিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ শুরু হবে শুক্রবার থেকে। সদ্যসমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নেয়া ১৩ ক্লাবের মধ্যে ১২টি অংশ নিচ্ছে এবার। অবনমিত হওয়া টিম বিজেএমসি অংশ নিচ্ছে না। আসরটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ১২ দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে। চার গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপরা উঠবে কোয়ার্টার ফাইনালে। সবচেয়ে কঠিন বা ‘ডেথ গ্রুপ’ হচ্ছে গ্রুপ ‘সি’।এই গ্রুপে আছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, রানার্সআপ আবাহনী এবং মোহামেডান। ‘এ’ গ্রুপে আছে চট্টগ্রাম আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র; ‘বি’ গ্রুপে আছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ ও রহমতগঞ্জ এমএফএস; ‘ডি’ গ্রুপে আছে সাইফ স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র ও নোফেল স্পোর্টিং ক্লাব।
×