ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একদিনে ১১ নতুন জাতীয় রেকর্ড সাঁতারে!

প্রকাশিত: ০৯:০৬, ১১ সেপ্টেম্বর ২০১৯

একদিনে ১১ নতুন জাতীয় রেকর্ড সাঁতারে!

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় বয়সভিত্তিক সাঁতারে আগেরদিন হয়েছিল চারটি রেকর্ড। এগুলোর মধ্যে বিকেএসপির মোবারক হোসেন একাই দু’টি রেকর্ড করেছিলেন। বুধবার নতুন ১১ রেকর্ডের মধ্যে আরও একটি তার। ১১-১২ বছর বিভাগে ২০০ মিটার ফ্রিস্টাইলে ২ মিনিট ২০.৬ সেকেন্ডে তিনি নতুন এই রেকর্ড গড়েন। এছাড়া বালিকাদের এই ইভেন্টে আনসারের এনি খাতুন ২ মিনিট ৩৬.৪৩ সেকেন্ডে, যুবাদের ২০০ মিটার ব্যাক স্ট্রোকে ঢাকা এ্যাকুয়াটিক্স ক্লাবের সামিউল ইসলাম ২ মিনিট ২৪.৫৪ সেকেন্ডে, যুবতীদের এই ইভেন্টে বিকেএসপির শ্রাবন্তী আক্তার ২ মিনিট ২৪.৫৪ সেকেন্ডে, ১৫-১৭ বছরের বালক বিভাগের ২০০ মিটার ফ্রিস্টাইলে পাবনার রবিউল হাসান ২ মিনিট ৭.২১ সেকেন্ডে, ১০ বছরের বালক বিভাগে ৫০ মিটার ফ্রিস্টাইলে বিকেএসপির শুভ্র মিয়া ৩১.৩০ সেকেন্ডে, ১৮-২০ যুবতী বিভাগের ১০০ মিটার ফ্রিস্টাইলে বিকেএসপির ড থৈ প্রু মারমা ১ মিনিট ৮.৫২ সেকেন্ডে, ১৫-১৭ বালিকা বিভাগে ৫০ মিটার ফ্রিস্টাইলে বিকেএসপির ছুম্মা খাতুন ২৯.৯৩ সেকেন্ডে, ১৫-১৭ বছরের বালক বিভাগে ১৫০০ মিটার ফ্রিস্টাইলে পাবনার রবিউল আউয়াল ১৮ মিনিট ৪.১ সেকেন্ডে, ১০ বছরের বালকদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে বিকেএসপির শুভ্র মিয়া ৩২.৮৬ সেকেন্ডে এবং এই বালিকাদের এই ইভেন্টে বিকেএসপির অথৈ ৩৭.৫৩ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন। দ্বিতীয় দিন শেষে ৩৬ স্বর্ণ, ৪৪ রৌপ্য ও ২৬ তাম্রপদক জিতে পদক তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে বিকেএসপি।
×