ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩২ মাসের কারাদন্ড বার্সা তারকার

প্রকাশিত: ০২:২১, ১২ সেপ্টেম্বর ২০১৯

৩২ মাসের কারাদন্ড  বার্সা তারকার

অনলাইন ডেস্ক ॥ তুরস্ক এবং বার্সেলোনা মিডফিল্ডার আর্দা তুরানের বিরুদ্ধে ৩২ মাসের কারাদন্ডের সাজা ঘোষণা করল তুরস্কের একটি আদালত। প্রকাশ্যে বন্দুকচালনা, ইচ্ছাকৃত আঘাত ও বেআইনি অস্ত্র নিজের কাছে রাখার অপরাধে তার নামে প্রায় তিন বছরের এই সাজা ঘোষণা করল আদালত। তবে আদালতের এই রায় বাস্তবায়ন হওয়ার সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তুরস্ক জাতীয় দলের এই ফুটবলারের জেলে যাওয়ার সম্ভাবনা এখনই নেই। শর্তসাপেক্ষে আদালত জানিয়েছে, আগামী ৫ বছরের মধ্যে তুরান ফের কোনও অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে দোষী সাব্যস্ত হলে তবেই তাকে হাজতবাস করতে হবে। আর্দা তুরান বর্তমানে লোনে খেলছেন তুরস্কের ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহিরে। গত বছর ইস্তানবুলের একটি নাইটক্লাবে পপস্টার বার্কে শাহিনের ঝগড়ায় জড়িয়ে পড়েছিলেন আর্দা তুরান। শেষ পর্যন্ত এক ঘুষিতে বার্কে শাহিনের নাক ভেঙে দেন ৩২ বছর বয়সী তুরান। এখানেই শেষ নয়। ঘটনাক্রমে হাসপাতালে পৌঁছে প্রকাশ্যে বন্দুক চালিয়ে বসেন তুরস্কের জাতীয় দলের এই স্ট্রাইকার। যা রীতিমতো ভীতি সঞ্চার করে সাধারণ মানুষের মনে। ঘটনার গুরুত্ব বিচার করে বাসাকসেহির তুরানকে প্রায় সাড়ে ৪ লাখ মার্কিন ডলার জরিমানা করে। আদালতে তুরানের বিরুদ্ধে মামলা দায়ের হলে প্রাথমিকভাবে কৌঁশলিরা তার ১২ বছরের কারাদন্ড দাবি করেন। একইসঙ্গে পপস্টার শাহিনের স্ত্রীকে তুরান যৌন নিগ্রহ করেছেন বলেও অভিযোগ করা হয়। যদিও ওই মামলা থেকে রেহাই পেয়েছেন এই ফুটবলার। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক বিবৃতিতে সমস্ত ঘটনার দায় স্বীকার করে তুরান তার পরিবার ও ক্লাবের কাছেও ক্ষমা চেয়ে নেন। ২০১৫ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ৩৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় যোগ দেন আর্দা তুরান। বার্সার জার্সি গায়ে ৫৫ ম্যাচে ১৫ গোল করার পাশাপাশি ৪টি ট্রফিও জেতেন তুরস্কের এই ফুটবলার। এরপর ২০১৭-১৮ মৌসুমে বার্সেলোনা থেকে লোনে তুর্কি ক্লাবে যোগ দেন তিনি। দেশের জার্সি গায়ে ১০০ ম্যাচে তুরানের নামের পাশে রয়েছে ১৭ গোল।
×