ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফুটবলার মামুন খান যখন সহকারী কোচ ...

প্রকাশিত: ০৮:২৮, ১২ সেপ্টেম্বর ২০১৯

   ফুটবলার মামুন খান যখন সহকারী কোচ ...

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবল যেমন গোলের খেলা, তেমনি গোল বাঁচানোরও খেলা। ফরোয়ার্ডনরা যেমন গোল করার জন্য সুযোগ খোঁজেন, তেমনি গোলরক্ষকরাও গোল বাঁচাতে তৎপর থাকেন। গুরুত্বের বিচারে তাই গোলরক্ষকরা কোন অংশেই ফরোয়ার্ডদের চেয়ে কম নন। যুগে যুগে অনেক গোলরক্ষকই স্বীয় নৈপুণ্যে সমুজ্জ্বল হয়ে ফুটবল মাঠ মাতিয়েছেন। বাংলাদেশের সেরা গোলরক্ষকদের মধ্যে আছেন শহীদুর রহমান সান্টু, মোহাম্মদ মোহসীন, সাঈদ হাসান কানন, আমিনুল হকসহ আরও অনেকেই। মামুন খান এদের কাতারে যেতে না পারলেও জাতীয় দলে খেলেছেন পাঁচ বছরের মতো। বয়সটা ৩৪ হয়ে গেছে। এই বয়সেও দারুণভাবে খেলে যাচ্ছেন ঘরোয়া ফুটবল। বৃহস্পতিবার থেকে মাঠে গড়িয়েছে ‘বসুন্ধরা কিংস বিএসএফএ অনুর্ধ-১৪ একাডেমি কাপ ফুটবল’। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন পল্টনের আউটার স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে ঢাকার দুটি ও ঢাকার বাইরের ১০টিসহ মোট ১২টি একাডেমি চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। এদের একটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ফুটবল ইউনাইটেড একাডেমি। এই দলের সহকারী কোচ হচ্ছেন মামুন। জনকণ্ঠকে তিনি এ প্রসঙ্গে বলেন, ‘চার বছর ধরে এই একাডেমির সঙ্গে সম্পৃক্ত আছি। আমার নিজের দেশের বাড়িও ব্রাহ্মণবাড়িয়ায়। ওখানকার স্টেডিয়ামের পাশেই আমার বাসা। কাজেই মাঠের সঙ্গে একটা আত্মীক সম্পর্ক আছে। প্রিমিয়ার লিগ খেলার ফাঁকে ফাঁকে ও লিগ শেষে যতটুকুই সময় পাই, সেই সময়টা এলাকার ক্ষুদে ফুটবলারদের দিতে চেষ্টা করি।’ মামুন আরও যোগ করেন, ‘এলাকার সিনিয়র বড় ভাই সাইফুর রহমান মনি (ক্লাবের হেড কোচ) এবং ওখানকার আরও কিছু ফুটবলার আছে, তাদের মাধ্যমেই এই একাডেমির সঙ্গে যুক্ত হয়েছি। একাডেমির সহকারী কোচ হিসেবে যতটুকু কাজ করছি, তাতে মনে হয়েছে এই দলের বেশকিছু ফুটবলার অ-১৬ এবং অ-১৮ জাতীয় ফুটবল দলে খেলার যোগ্যতা রাখে।’ বাংলাদেশ প্রিমিয়ার লিগে মামুন সর্বশেষ খেলেছেন শেখ রাসেল ক্রীড়া চক্রে। আগামী মৌসুমে খেলবেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে। এর আগে খেলেছেন মোহামেডান, মুক্তিযোদ্ধা, ফরাশগঞ্জ এবং চট্টগ্রাম মোহামেডানের হয়ে। জাতীয় দলে মামুনের অভিষেক ২০০৯ সালে। ২০১৪ সাল পর্যন্ত খেলেছেন। এখনও জাতীয় দলে ফেরার আশা ছাড়েননি। ভবিষ্যত লক্ষ্য? ‘আগামীতে কোচ হিসেবে ক্যারিয়ার গড়া। এজন্য প্রয়োজনীয় কোচিং কোর্স করবো। এরপর নিজের একাডেমির পরিধির আরও বিস্তৃতি ঘটাবো।’ মামুনের ভাষ্য। বিএসএফএ অনুর্ধ-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে নিজ দলের লক্ষ্যটাও জানিয়েছেন মামুন, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল খেলা। তারপর ফাইনাল খেলা। প্রায় একমাসের প্রস্তুতি নিয়েছে দল।’ মামুনের এক ছেলে। বয়স দেড় বছর। বড় হলে ছেলে যদি ফুটবলার হতে চায়, তাহলে কোন আপত্তি নেই তার। ‘তবে অন্য কিছুতে আগ্রহ থাকলেও তাকে সাহায্য করবো। তার ইচ্ছেটাই প্রধান।’ মামুনের জবাব। এখন দেখার বিষয়, ফুটবলার মামুন কোচ হিসেবে কেমন করেন।
×