ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ আরচারির ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ০৯:১৬, ১২ সেপ্টেম্বর ২০১৯

 এশিয়া কাপ আরচারির ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ আরচারি দল এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং প্রতিযোগিতার স্টেজ-৩-এ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফিলিপাইনের ক্লার্ক সিটির এই আসরে বাংলাদেশের আরচাররা সেমিফাইনালে হারিয়েছে মালয়েশিয়াকে। জিতেছে তারা ৫-৩ সেট পয়েন্টে। এর আগে রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেলকে নিয়ে গড়া দলটি কোয়ার্টার ফাইনালে জিতেছিল একই ব্যবধানে। সেখানে প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড। তবে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে হেরে গেছে বাংলাদেশ। সেমিফাইনালে চীনের কাছে হেরেছে তারা ৬-০ সেট পয়েন্টে। কোয়ার্টার ফাইনালে অবশ্য থাইল্যান্ডের বিপক্ষে লাল-সবুজরা জিতেছিল ৫-১ সেট পয়েন্টে। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শুক্রবার চাইনিজ তাইপের মুখোমুখি হবেন বাংলাদেশের রোমান সানা ও বিউটি রায় জুটি।
×