ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন উজানগ্রাম ইউনিয়ন

প্রকাশিত: ০৯:২৫, ১২ সেপ্টেম্বর ২০১৯

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপে  চ্যাম্পিয়ন উজানগ্রাম ইউনিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ কুষ্টিয়া সদর উপজেলায় টানা দ্বিতীয়বারের মত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক অনূর্ধ-১৭) চ্যাম্পিয়ন হয়েছে উজানগ্রাম ইউনিয়ন। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত টানটান উত্তেজনাপূর্ণ ও উপভোগ্য ফাইনাল ম্যাচে উজানগ্রাম ইউনিয়ন ৩-২ গোলে হারিয়েছে জিয়ারখী ইউনিয়নকে। ম্যাচের শুরুটা অবশ্য অন্য কিছুরই আভাস দিয়েছিল। দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে পর পর দুই গোল করে শিরোপার দৌড়ে এগিয়ে যায় জিয়ারখী। দু’টি গোলই তারা করে চোখ ধাঁধানো দুরপাল্লার শটে। দুই গোল হজম করে ঘুঁড়ে দাড়ায় চ্যাম্পিয়ন উজানগ্রাম। ম্যাচে ফিরতে শাণাতে থাকে একের পর এক আক্রমণ। দু’দলের আক্রমণাত্মক ফুটবলে ম্যাচ দারুণ উপভোগ্য হয়ে উঠে। পিছিয়ে পড়া উজানগ্রাম দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল পরিশোধ করে। সমতা ফেরাতে মরিয়া দলটি অবশেষে ম্যাচের ৮০ মিনিটে কাঙ্খিত গোল আদায় করে। এর ফলে খেলা ২-২ গোলে সমতা বিরাজ করে। এরপর দু’দলই জয়সূচক গোলের জন্য চেষ্টা করতে থাকে। কিন্তু দুই গোলে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানো উজানগ্রামই শেষ হাসি হাসে। ম্যাচ শেষের দুই মিনিট আগে সংঘবদ্ধ আক্রমণে আরেকটি দুর্দান্ত গোল আদায় করে নেয় তারা। যে কারণে রুদ্ধশ্বাস ফাইনালে ৩-২ গোলে জিতে শিরোপা উল্লাসে ফেটে পড়েন উজানগ্রাম ইউনিয়নের ফুটবলাররা। ফাইনালসহ পুরো আসরে চোঁখ ধাঁধানো পারফরমেন্স প্রদর্শন করেন উজানগ্রামের ১০ নম্বর জার্সিধারী ফুটবলার মোঃ পলাশ। পুরো টুর্নামেন্টে ৬ গোল করে ফাইনাল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কার পান এই উঠতি তরুণ। খেলা শেষে বিজয়ী ও বিজীতদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন চৌধুরী, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী নিশান, উজানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবু-বিন-ইসলাম (সাবু), জিয়ারখী ইউনিয়ন পরিষদের চেয়াররম্যান ইউসুফ আলীসহ অনেকে।
×