ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অণু গল্প ॥ বৃক্ষ ও পক্ষি

প্রকাশিত: ১৩:১৩, ১৩ সেপ্টেম্বর ২০১৯

অণু গল্প ॥ বৃক্ষ ও পক্ষি

হু আর ইউ? তোমাকে তো চিনতে পারছি না। কি করে পারবে? আমার তো আগের চেহারা নেই। তবে আমি তোমাকে গন্ধ শুঁকেই চিনেছি। -কেন? তুমি কি চোখে দ্যাখ না? -তা বলতে পার, আজকাল কানেও কম শুনি। -এ জন্যই তো প্রথমবারই কথা বলার সময় তোমার কানের কাছে এসে কথা বলেছি। -বেশ করেছ, তোমার বুদ্ধি আছে। শুধু আমাকে চিনতে পারলে না এই আফসোস। -চিনতে পারলাম না আমি আর আফসোস করছ তুমি, এ কেমন কথা। -এটাই সত্য কথা- কিছুদিন আগে আমিও আমাকে চিনতে পারি নাই। জঙ্গলে ঢাকা ছিলাম-আজই জঙ্গল পরিষ্কার করা হয়েছে। -এ জন্যই কিছু পুরনো ইট দেখা যাচ্ছে। -তা হলে পুরনো ইটগুলো তোমার চোখে পড়েছে। -এটা তো সবারই চোখে পড়ছে। -তবু তোমার মতো কেউ আমাকে জিজ্ঞেস করেনি। -হয়তো তারা তোমাকে বিরক্ত করতে চায়নি। -তারা কি মহত্ত্ব দেখিয়েছে? -জানি না, হয়ত ব্যস্ততার জন্য কথা বলতে পারেনি। -তোমার ব্যস্ততা নেই। - আছে, তবে এর মাঝেও আমি কথা বলি গান করি। এক গাছ থেকে আরেক গাছে উড়ে বেড়াই। আমি যে এ দেশের জাতীয় পাখি দোয়েল। -এ কারণেই তোমার কণ্ঠস্বর শুনে তোমাকে আমি চিনতে পেরেছি। আমার পাশে যে দেবদারু গাছ আছে ওর ডালে বসে তুমি কতবার নাচানাচি করেছ। শালিকের সাথে সখ্যতা করতে চেয়েছে। -ওরা বড় হিংসুটে -ও কথা বলছ কেন? -বারে! আমি বুঝি নাÑ আমাকে জাতীয় পাখি করা হলো আর ওদের-কিছুই করা হলো না, ওরা মনে মনে হিংসা করে না। -তা করবে কেন? পাখিরা হিংসা কাকে বলে তাই জানে না। -গাছেরাও হিংসা করতে জানে না। দেবদারু গাছটি দোলে উঠল-দোয়েল বলল কী দেবদারু ভাই ভূমিকম্প হচ্ছে নাকি? -না দাদা, একটু দোলতে ইচ্ছে হলো একটু দোল খেলাম। গাছেরা তো নড়াচড়া করতে পারে না। একটু দোল খায়Ñ একটু আড়মোড় ভাঙ্গে আবার যেখানে ছিল সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। -তুমি কতদিন এখানে দাঁড়িয়ে আছ? - তুমি যার সাথে কথা বললে তার চেয়েও বহু আগে এখানে আমার পয়দা হয়েছে। -তুমি এই পুরনো ভাঙ্গা ইট পাথরকে চিন? -শুধু আমি কেন, এই তালগাছ চিনে, ঐ আমলকী গাছ চিনে, পাশের ঐ কদম গাছটি চিনে। -শুধু আমি চিনি না। -আমরা তো মাটিতে থাকি, এ দেশের পৃথিবী ধূলিকণাকে আমরা ভালবাসি এ জন্য দেখ না, যত বড় ঝড়ই আসুক, যত ভয়াবহ বন্যাই হোক, যত ভয়াবহ যুদ্ধই বাধুক আমরা মাটি আগলে দাঁড়িয়ে থাকিÑ দোয়েল পাখি কান্না করতে লাগল। শালিক বললÑ তুমি কাঁদ কেন? -বুঝবে না। -ঐ ভাঙ্গা ইটের টুকরোগুলো বুঝেছে তোমার বোঝার ক্ষমতা নেই। -তা বলতে পার। ওজনে আমি কি তোমার কম, ঘিলু কি আমার চেয়ে তোমার বেশি। -তুমি যা ইচ্ছা বলতে পার। এই সময় কাক এসে কা কা শুরু করল। বক এসে শিমুল গাছে বসে ঝিমুতে লাগল, চিল এসে চি চি করে উঠল। -দেবদারু বলল তোমরা থাম, ভাঙ্গা ইটের টুকরোগুলোর দিকে তাকাও। -কেন? -ওগুলো শুধুমাত্র ইটের টুকরো নয় শহীদের কবর, ওদের শান্তিতে ঘুমাতে দাও। -দোয়েল বলল- ওমা, তাই নাকি? শহীদ ভাইয়েরা তোমাদের ছালাম। বৃক্ষ সকল তোমাদের অভিনন্দন। সবাই চুপ চাপ। কাক আবার কা কা করে ডাকল -আবার কু ডাক ডাকলে কেন? বলল বক। -তোমাদের সতর্ক করার জন্য। -তুমি আমাদের কি সতর্ক করবে? -সবার বিপদ আসছে। -কি বলছ! সাফ শুতরা শুরু হয়েছে, গাছ কাটা হবে, শহীদের কবর নিশ্চিহ্ন করে দেয়া হবে, এখানে গড়ে উঠবে পেল্লাই দালান, বিশাল ইমারত। -চড়ুই বলল-ভালই তো- সবাই বিমর্ষভাবে বলল- হ্যাঁ ভাল। আমরা সবাই কল্যাণ কামনা করি, আমরা ভাল চাই। কাক উড়ে যেতে যেতে জবাব দিলো- -তা হলে- এত বিমর্ষ কেন? -এত মন খারাপ কেন? এত ভাবনা কেন? দোয়েল বলল- ভাবনা কিসের? মানুষ নতুন জায়গায় গাছ লাগাবে, বিশুদ্ধ অক্সিজেন আসবে, নতুন শহীদ মিনার হবে শহীদের স্মরণ করবে, আর পাখিদের জন্য তৈরি হবে অভয়ারণ্য। -তাই যেন হয়।
×