ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাক্ষাতকার

প্রকাশিত: ১৩:১৩, ১৩ সেপ্টেম্বর ২০১৯

সাক্ষাতকার

কবি কি? : গভীরতর আনন্দ। জাগরণী বিশ্বাসে সমর্পিত তৃপ্তির ঢেঁকুর । কবিতার সংজ্ঞা কি? : ভোরের কুয়াশার অক্ষরে পরিক্রমণের তৃষ্ণায় কালিমাহীন শ্যামল মহিমা। ছন্দ- শব্দ বা কি? : অন্তশীল অজস্র উপমার চুম্বন। কবির প্রিয়তমা কে? : রোদে-ঘামে নেয়ে আসা জীবন জয়ের উত্তাল সংবেগ। কবিতা কোথায় থাকে? : আকুলতা ভরা কাঁঠালের নতুন পাতার সাজানো বাদানুবাদের বাতাসে। ‘অনাম’ বা ‘অনয়’ কবিতা চোখ বুঁজে ফুঁ দেয় কখন? : শৃঙ্খলিত মেধা আর মননের দুয়ারে দাঁড়ায় যখন, কিংবা স্তূপের ভেতর চাপা পড়ে। ‘অতিদ্রুত সনেট’ কি? : চাঁদের কলকল রুপালি আলো নিয়ে অনর্গল উগরে দেয়া সামাজিক জেদ, আবার খিল্ খুলে সুখের ঋতুর সঙ্গে ডানা ঝাপটানো। শাহরিক জলেতে অচেনা মাছ খেলা করে কেন? : উড়ন্ত অনুভূতির ঠিকুজি-ঠিকানা বিঁধে আছে যে... শুদ্ধতম কবি,
×