ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রেবেকা ইসলাম

নির্জনে

প্রকাশিত: ১৩:১৪, ১৩ সেপ্টেম্বর ২০১৯

নির্জনে

হুড়মুড় করে চলে আসে রৌদ্র সকাল সদ্যস্নাতা রমণীর মতো ঝকঝকে দেহ প্রথম প্রেমের মতো ঘোরলাগা, গা ভাসিয়ে দেয়া রোদ খেলা করে গোলাপের সূঁচালো কাঁটায়, কার্নিশে কার্নিশে ওড়াওড়ি করে শালিকের দল তোলপাড় আকাশে ভেসে বেড়ায় পরিযায়ী মন, ঘাসের বুকে শিশির জমার রচনা লিখতে গিয়ে নিথর আনমনা হয়ে যাই, ঠিকানা হারিয়ে কলমটা গড়াগড়ি খায় অনতিদূরে বিরোধে জড়িয়ে পড়ে মেঝের সাথে, তোমার দুটো চোখ আমাকে আশ্বস্ত করে না নিস্তেজ হয়ে যায় মস্তিষ্কের কোষগুলো, তখন আমিও গড়িয়ে পড়ি ছলকে ছলকে, ফিনিক্স পাখির মতো নিজেকে নিঃশেষ করে দেই।
×