ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইমতিয়াজ সুলতান ইমরান

এই শরতে

প্রকাশিত: ০৮:৪৬, ১৪ সেপ্টেম্বর ২০১৯

 এই শরতে

বর্ষার শেষে এলো শরতরানী মনোলোভা রূপ তার দেয় হাতছানি। কাশবনে দোলে ফুল কোমল শাদা ছুটে যেতে চায় মন মানে নাকো বাধা। শিশির কণা সবুজ ঘাসে শরতের আগমনে অপরূপ হাসে। মন যায় জুড়িয়ে দোয়েলের নাচে শিউলির সুবাসে যেতে চাই কাছে। টুপটাপ ঝুপঝাপ বিষটির সুরে কাশফুল ঘাসফুল কীযে ফুরফুরে! শেফালি ফুলগুলো সুবাস ছড়ায় তালপাকা মধুবাস মনটা নড়ায়। রোদের মিঠা হাসি ঝিরঝির বায় দলবেঁধে ফড়িং উড়ে আনন্দ পায়। ঝাঁকবাঁধা শালিকের রাঙিন ঠোঁটে শরতের আগমনে নবহাসি ফোটে। টলটলে ভরাগাঙে পাল তুলে নায় হালধরে মাঝি ভাই ভাটিয়ালি গায়। জেলেভাই ধরে মাছ মুখে তার হাসি শরতে সুখ হারায় যারা বানভাসি। মাঠভরা ধানক্ষেতে সবুজের হাসি কিষাণের বুকভরা সুখ রাশিরাশি। মেঘের ফাঁকে ফাঁকে উঁকি দেয় রবি শরতের শোভা দেখে মন হয় কবি।
×