ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মোজাহেদুল ইসলাম

এ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ টেন...

প্রকাশিত: ০৮:৪৮, ১৪ সেপ্টেম্বর ২০১৯

 এ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ  টেন...

এ্যান্ড্রয়েড ফ্যানবয়রা ইতোমধ্যে হয়ত এ্যান্ড্রয়েড কিউয়ের সঙ্গে কোন মিষ্টি জাতীয় খাবারের নামের মিল খোঁজা শুরু করে দিয়েছেন। তবে এই বছর গুগল তাদের নতুন এ্যান্ড্রয়েড ভার্সনের নাম কোন মিষ্টান্নের সঙ্গে মিল করে রাখছে না, এ্যান্ড্রয়েড কিউয়ের অফিসিয়াল নাম হচ্ছে এ্যান্ড্রয়েড ১০ এবং এর পরবর্তী ভার্সনের নাম হবে এ্যান্ড্রয়েড ১১। ১০ বছর ধরে কোন না কোন ডেজার্টের নামের সঙ্গে মিল রেখে এ্যান্ড্রয়েড ভার্সনের নাম রাখার পরে গুগল এবার ব্যাপারটাকে আরও সহজ করতে চায়। তাই বাড়তি মজাদার কোন মিষ্টান্নের পরিবর্তে সাধারণভাবে নাম রাখা হচ্ছে এ্যান্ড্রয়েড ১০। তাদের অফিসিয়াল এক ব্লগ পোস্টে তারা জানিয়েছেন, গ্লোবাল ব্যবহারকারীদের কাছে তাদের অনেক এ্যান্ড্রয়েড ভার্সনের নামের অর্থই জানা নেই। মিষ্টান্নের নামগুলো সুন্দর কিন্তু অনেক সময় ব্যবহারকারীদের কাছে এটার অর্থ বর্ণনাযোগ্য নয়। নতুন এ্যান্ড্রয়েড ভার্সন রিলিজ হওয়ার আগে সবাই মজার কোন মিষ্টান্নের নামের অপেক্ষায় থাকে, কিন্তু গুগল এবার ব্যাপারটিকে আরও পরিষ্কার ও গ্লোবাল ব্যবহারকারীদের জন্য অর্থবহুল করতে চায়। নামের প্যাটার্ন পরিবর্তন করার সঙ্গে সঙ্গে গুগল তাদের এ্যান্ড্রয়েড লোগোতেও কিছু পরিবর্তন এনেছে। সবুজ রং বাদ দিয়ে এ্যান্ড্রয়েডের টেক্সট কালার রাখা হয়েছে কালো, যাতে সেটা পড়তে সুবিধা হয়। তা ছাড়া ফন্ট ও এ্যান্ড্রয়েড বটের লোগোতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। এ্যান্ড্রয়েড কিউ অপারেটিং সিস্টেমের নাম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে গুগল। এ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নামকরণের ক্ষেত্রে মিষ্টান্নের নাম বাদ দিয়ে সরাসরি সংখ্যাতে চলে এসেছে। তাই এ্যান্ড্রয়েডের নতুন সংস্করণটিকে তাই তারা বলছে ‘এ্যান্ড্রয়েড টেন’। ইতোমধ্যে নতুন এ অপারেটিং সিস্টেম কয়েক দফা ডেভেলপার ও পাবলিক বিটা সংস্করণে প্রকাশিত হয়েছে। এ্যান্ড্রয়েড স্মার্টফোনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে, এমন বেশ কিছু ফিচার রয়েছে এ্যান্ড্রয়েড টেনে। জেনে নিন কয়েকটি ফিচার সম্পর্কে- ডার্ক মোড : পাবলিক বিটা সংস্করণ উম্নক্ত হওয়ার পর থেকে ডার্ক মোড ফিচারটি যুক্ত হয়েছে। পরে গুগলের ডেভেলপার সম্মেলন আইওতে এ ফিচার নিশ্চিত করা হয়। সেটিংস অ্যাপের ব্যাটারি ট্যাব থেকে ডার্ক থিম চালু করা যাবে। গুগল গত কয়েক মাসে তাদের বেশ কিছু এ্যাপে এ মোড যুক্ত করেছে। প্রাইভেসি : এ্যান্ড্রয়েড টেন সংস্করণে প্রাইভেসি সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে গুগল। এ্যাপে লোকেশন এ্যাকসেসে যাতে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ থাকে. সে বিষয়টি যুক্ত হচ্ছে। এ ছাড়া লোকেশন সেবাটি চালু বা বন্ধ করার সুবিধার পাশাপাশি কোন এ্যাপে অনুমতি ছাড়া লোকেশন সেবা চালু হবে না, তা নিশ্চিত করবে। ফাস্ট শেয়ার : এ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে আসতে পারে দ্রুতগতির শেয়ারিং সেবা ফাস্ট শেয়ার। এতে দ্রুত স্মার্টফোন থেকে ফাইল দ্রুত শেয়ার করা যাবে। এর আগে এ্যান্ড্রয়েড বিম নামে এ ধরনের সেবা এনেছিল গুগল। তবে পরে তা বন্ধ করে দেয়া হয়। ব্যাটারি ইনডিকেটর : ফোনে কতটুকু চার্জ আছে, তা দেখার জন্য যে ব্যাটারি ইনডিকেটর থাকে তা এ্যান্ড্রয়েড টেনে বদলে যেতে পারে। এতে ব্যাটারির চার্জ শতাংশে দেখানোর পাশাপাশি সময় হিসাব করে দেখানো হবে। ব্যাটারির চার্জ নির্দিষ্ট সীমার নিচে নেমে গেলেই এ বার্তা দেখানো হবে। ভিন্ন কালার থিম : ইউজার ইন্টারফেসে (ইউআই) পরিবর্তন আনার পাশাপাশি বিভিন্ন রঙের থিম ব্যবহারের সুযোগ আসতে পারে নতুন এ্যান্ড্রয়েডে। বিটা সংস্করণের ডেভেলপার অপশনে এ সুবিধা থাকলেও চূড়ান্ত সংস্করণে হয়ত থিমের সংখ্যা সীমিত করে দেয়া হতে পারে। পাসওয়ার্ড টাইপ ছাড়া ওয়াইফাই : স্মার্টফোন ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত করার বিষয়টি এ্যান্ড্রয়েডের হালনাগাদ সংস্করণে আরও সহজ হবে। ব্যবহারকারীকে প্রতিবার পাসওয়ার্ড টাইপ করতে হবে না। কিউআর কোড ব্যবহার করেই ওয়াইফাই ব্যবহার করা যাবে। এতে ওয়াইফাই সেবাদাতাকে বার বার পাসওয়ার্ড বলার প্রয়োজন পড়বে না। উন্নত ক্যামেরা ব্যবহারের সুযোগ : থার্ড পার্টির এ্যাপ ব্যবহার করে উন্নত ছবি তোলার সুযোগ থাকবে। এ্যান্ড্রয়েড টেনে ডেভেলপাররা ছবির ডেপথ, বিষয়বস্তু থেকে দূরত্বের মতো নানা তথ্য পাবেন। তবে ছবির মান ভাল হবে। অধিক অডিও-ভিডিও ফরম্যাট সমর্থন : এ্যান্ড্রয়েড টেনে আরও বেশি ভিডিও কোডেক সমর্থন করবে। এতে ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনে বিভিন্ন ধরনের ভিডিও ও অডিও শুনতে পারবেন। নতুন এ্যাপ অ্যালার্ট : এখন কোন এ্যাপ সহজেই বন্ধ করতে পারবেন ব্যবহারকারীরা। এ্যাপ নোটিফিকেশনে বেশিক্ষণ চাপ দিলে তা ব্লক করার সুবিধা চলে আসবে। এ ছাড়া নোটিফিকেশন সাইলেন্ট করার সুবিধাও থাকবে। ডেস্কটপ ও ল্যাপটপে সংযোগ ও ভাঁজ করা ফোন সমর্থন : এ্যান্ড্রয়েড টেনে থাকবে বিশেষ ডেস্কটপ মোড, যা হ্যান্ডসেটকে সহজে ডেস্কটপের সঙ্গে যুক্ত করা যাবে। এতে কাজকর্মে আরও বেশি গতিশীলতা বাড়বে। এ্যান্ড্রয়েড টেনে ভাঁজ করা স্ক্রিনের জন্য বিশেষ ইউজার ইন্টারফেস থাকবে। গত বছরেই গুগল এ তথ্য প্রকাশ করেছিল। নতুন এই ওএস সংস্করণ ইউজার ইন্টারফেসে বিভিন্ন উপাদান ও নকশাকে ডিসপ্লের হার্ডওয়্যার অনুযায়ী বদলে ফেলতে পারবে।
×