ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বর্ষায় অপরূপ বাউফলের হাতিরঝিল

প্রকাশিত: ০৮:৫৪, ১৪ সেপ্টেম্বর ২০১৯

বর্ষায় অপরূপ বাউফলের হাতিরঝিল

সড়কটির দুই পাশে বিল। বর্ষায় ওই বিলে পানি ভরপুর থাকে। এই বিলের মধ্য দিয়ে পৌরসভার উদ্যোগে একটি পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। ৪ নম্বর ওয়ার্ডের নুরিয়া সরকারী প্রাইমারী স্কুলের সামনে থেকে ৩ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হক মৃধার বাড়ি পর্যন্ত, এই সড়কটির দৈর্ঘ্য ১ কিলোমিটার। নাগরিক সুবিধার জন্য পৌর মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল সড়কটি নির্মাণের পরিকল্পনা করেন। সড়কটি নির্মাণের পর এর সৌন্দর্য বর্ধনের জন্য দুই পাশে বাতি স্থাপন করা হয়। রাত নেমে এলে সড়কটি হয়ে ওঠে আরও অপরূপ। তাই এলাকার মানুষ সড়কটির নাম দিয়েছেন হাতিরঝিল। বিকাল থেকে গভীর রাত পর্যন্ত এ সড়কটি মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে। স্বাস্থ্য ও মন ভাল রাখতে বিপুল সংখ্যক মানুষ আনাগোনা করেন। সড়ক বাতির আলো রাতের আধারে বিলের পানিতে ঝলমল করে। আর এ দৃশ্য দেখে সবাই মুগ্ধ হন। মঙ্গলবার রাত দশটা। আট-দশ নারী ও পুরুষ দল বেঁধে হাঁটছেন। এ সময় কথা হয় এক নারীর সঙ্গে। তিনি বলেন, ‘সারাদিন ঘরসংসার নিয়ে ব্যস্ত থাকি। হাঁটহাঁটির জন্য সময় পাই না। এই সড়কে বাতি স্থাপনের পর থেকে প্রতি রাতেই হাঁটতে আসি। নির্মল বাতাস, আর বিলের পানিতে আলোর ঝলকানি দেখে মন ভরে যায়। একই কথা বলেন আরও কয়েকজন নারী। এএফএম রিয়াজ ও মোঃ মিলন নামে দুই ব্যক্তি অবশ্য হাঁটতে নয়, ঘুরতে এসেছেন। -কামরুজ্জামান বাচ্চু, বাউফল থেকে
×