ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দাবার ভবিষ্যৎ উন্নয়নে মলির ভাবনা ...

প্রকাশিত: ০৯:৪৭, ১৩ সেপ্টেম্বর ২০১৯

দাবার ভবিষ্যৎ উন্নয়নে মলির ভাবনা ...

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি)-এর নির্বাচনে প্রার্থী হচ্ছেন না এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ম্যানেজিং ডিরেক্টর মাহমুদা হক চৌধুরী মলি।তবে সৎ, শিক্ষিত, যোগ্য, পরীক্ষিত ও দাবা অন্তঃপ্রাণ প্রার্থীই এ নির্বাচনে নির্বাচিত হয়ে আসুক এমনটাই তিনি প্রত্যাশা করছেন। তিনি বলেন, ‌‌‌এসিপিবি'র আসন্ন নির্বাচনে আমার অনেক শুভাকাংখী আমাকে সভাপতি পদে নির্বাচন করার জন্য অনুরোধ করেছিলেন। কিন্ত আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে তা সম্ভব হচ্ছে না। তাই আমি কোনো পদে নির্বাচন করছি না।' এ মুহূর্তের সবচেয়ে আলোচিত সংগঠক মলি আরও বলেন, বর্তমানে আমি আসন্ন প্রিমিয়ার ডিভিশন লিগ নিয়ে ব্যস্ত। কারণ সাইফ স্পোটিং ক্লাবের শিরোপা অক্ষুন্ন রাখতে দল গঠনে আমাকে অনেক সময় দিতে হচ্ছে। এরপর আমার এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির নিয়মিত টুর্নামেন্ট ও প্রশিক্ষণের জন্য সময় বের নিতে হচ্ছে।সেই সাথে সামাজিক নানা অনুষ্ঠানেও সময় দিতে হচ্ছে। এসব কারণেই মূলত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। এসিপিবি'র নির্বাচনে কেমন কমিটি চান, এমন প্রশ্নের জবাবে মলির ভাষ্য, যারা প্রার্থী হয়েছেন বা হতে চাচ্ছেন তারা সবাই-ই যোগ্য। তবে অধিকতর যোগ্যদের নিয়ে সবাইকে মিলেমিশে একক প্যানেল করাটাই মঙ্গল। আলোচনার ভিত্তিতে একটি সুন্দর কমিটি উপহার দেয়া সম্ভব।যা দাবার ভবিষ্যৎ উন্নয়নে সহায়ক হবে।
×