ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের লক্ষ্য ১৪৫

প্রকাশিত: ১০:০০, ১৩ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশের লক্ষ্য ১৪৫

অনলাইন ডেস্ক ॥ মিরপুরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৮ ওভারে জিম্বাবুয়ে ৫ উইকেটে করেছে ১৪৪ রান। আউটফিল্ড ভেজার কারণে দেরিতে খেলা শুরু হওয়ায় ২ ওভার কমে যায়। তাই ১৮ ওভারে বাংলাদেশকে করতে হবে ১৪৫ রান। এর আগে ব্যাটিং করে ৬৩ রানে ৫ উইকেট হারানো জিম্বাবুয়ে ঘুরে দাঁড়িয়ে লড়াই করার মতো স্কোর দাঁড় করিয়েছে। আর এই স্কোরের পেছনে সবচেয়ে বড় অবদান রায়ান বার্লের। এই ব্যাটসম্যান ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়ে করেছেন ঝড়ো হাফসেঞ্চুরি। মাত্র ৩২ বলে ৫ চার ও ৪ ছক্কায় অপরাজিত থাকেন তিনি ৫৭ রানে। যেখানে সাকিবের ১ ওভার থেকেই নিয়েছেন ৩০ রান। তার সঙ্গে অবদান রেখেছেন টিনোটেন্ডা মুতোম্বজি। এই ব্যাটসম্যান ২৬ বলে ১ চার ও ১ ছক্কায় খেলেছেন হার মানা ২৭ রানের ইনিংস। রায়ান বার্ল তাণ্ডব চালালেন সাকিব আল হাসানের ওপর। বাংলাদেশ অধিনায়কের ১ ওভারে ৩০ রান নিয়েছেন তিনি। সাকিবের প্রত্যেক বলে বাউন্ডারি হাঁকিয়েছেন জিম্বাবুয়ে ব্যাটসম্যান। এই ওভারের ছয় বলে এসেছে যথাক্রমে— ৬, ৪, ৪, ৬, ৪, ৬ রান। বার্লের তাণ্ডবে দিশেহারা সাকিব কোনও উইকেট তো পানইনি, ৪ ওভারে খরচ করেছেন ৪৯ রান। বাংলাদেশের বোলারদের সামনে ভেঙে পড়েছে জিম্বাবুয়ের টপ অর্ডার। ৬৩ রান তুলতে তারা হারিয়েছে ৫ উইকেট। একে একে ফিরে গেছেন ব্রেন্ডন টেলর, ক্রেইগ এরভিন, হ্যামিল্টন মাসাকাদজা, শন উইলিয়ামস ও টাইমাইসেন মারুমা। একটি করে উইকেট পেয়েছেন বাংলাদেশের চার বোলার- তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন। অন্যটি হয়েছে রান আউট। মাসাকাদজা ফেরার দুই বল পরই আউট হয়ে গেছেন শন উইলিয়ামস। মোসাদ্দেক হোসেনের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে ফিরেছেন মাত্র ২ রান করে। বাংলাদেশের ওই উৎসব থামতে না থামতেই রান আউট হয়ে ফেরেন মারুমা (১)। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ সিরিজ খেলতে নেমেছেন হ্যামিল্টন মাসাকাদজা। যার শুরুটা হয়েছিল দুর্দান্ত। বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে ওঠা জিম্বাবুয়ে অধিনায়ককে আউট করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ২৬ বলে ৩৪ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন মাসাকাদজা। সাইফের বলে মিডঅফে দারুণ ক্যাচ নেন সাব্বির রহমান। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ছিলেন না মোস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরেই উইকেট উদযাপনে মাতলেন তিনি। বোলিং আক্রমণে এসে ক্রেইগ এরভিনকে প্যাভিলিয়নে ফিরেছেন এই পেসার। নিজের প্রথম ওভারের তৃতীয় বলে উইকেট পেয়েছেন মোস্তাফিজ। তার বল পুল করতে গিয়ে এরভিন ডিপ মিডউইকেটে ধরা পড়েন মোসাদ্দেক হোসেনের হাতে। প্যাভিলিয়নে ফেরার আগে জিম্বাবুইয়েন ব্যাটসম্যান ১৪ বলে করেন ১১ রান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তার অনেক আগেই। তবে টি-টোয়েন্টিতে প্রথমবার নেমেছেন তাইজুল ইসলাম এই ম্যাচ দিয়ে। আর নিজের প্রথম বলেই উইকেট উৎসবে মেতেছেন এই বাঁহাতি স্পিনার। সাকিব আল হাসান দ্বিতীয় ওভারেই বল তুলে দেন তাইজুলের হাতে। প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা এই স্পিনার প্রথম বলেই তুলে নিয়েছেন উইকেট। কুড়ি ওভারের ক্রিকেটে তার প্রথম শিকার ব্রেন্ডন টেলর। ৬ রানে বিদায় নেওয়া টেলরের ব্যাটের কানায় লেগে উঠে যাওয়া বল সহজেই তালুবন্দী করেন মাহমুদউল্লাহ। এর আগে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পেরিয়ে যাওয়ায় ২ ওভার কমে ১৮ ওভারের ম্যাচ। বিকেলের পর থেকে আর বৃষ্টি ছিল না মিরপুরে। আউটফিল্ড ভেজা থাকার কারণে নির্ধারিত সময়ে টস না হলেও খেলার সম্ভাবনা ছিল। কিন্তু সন্ধ্যা সোয়া ৭টার দিকে আবার বৃষ্টি শুরু হলে ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা জন্মে। যদিও শেষ পর্যন্ত মাঠে গড়ায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচ।
×