ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

থাই-ভূমিতে নিজেদের শাণিত করছে বঙ্গকন্যারা ...

প্রকাশিত: ০৫:৫৯, ১৪ সেপ্টেম্বর ২০১৯

থাই-ভূমিতে নিজেদের শাণিত করছে বঙ্গকন্যারা ...

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৫-২৮ সেপ্টেম্বর পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে ‘এএফসি অ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ’-এর চূড়ান্ত পর্বের খেলা। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। তাদের খেলাগুলো হচ্ছে যথাক্রমে ১৫ সেপ্টেম্বর থাইল্যান্ড, ১৮ সেপ্টেম্বর জাপান এবং ২১ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। টুর্নামেন্টের মূল ভেন্যু চনবুরিতে বাংলাদেশ দল পৌঁছেছে বৃহস্পতিবার। গত ৫ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত তারা অবস্থান করেছিল ব্যাংককে। শুক্রবার তারা নিজেদের শাণিত করতে কঠোর অনুশীলন করে সুইমিং, স্ট্রেচিং এবং ফুটবল প্র্যাকটিস করে। দলের কোচ গোলাম রব্বানী ছোটন এবং অধিনায়ক মারিয়া মান্দা উভয়েই তাদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে শুভসূচনা করার আশাবাদ ব্যক্ত করেছেন। থাইল্যান্ডে এসে এ পর্যন্ত দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলার বাঘিনীরা। প্রথম ম্যাচে লাল-সবুজ বাহিনী ১-০ গোলে হারায় চুনবুরি একাডেমি (অনুর্ধ-১৭) দলকে। দ্বিতীয় ম্যাচে তারা ৩-১ গোলে হারায় থাইল্যান্ডের স্থানীয় মুয়াংথং অনুর্ধ-১৭ গালর্স একাডেমি দলকে। গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এএফসি অ-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য অ-১৭ নারী বিশ্বকাপের বাছাইও বটে। যে আট দলের টুর্নামেন্ট, সেখান থেকে সেরা দুই হয়ে বিশ্বকাপে নাম লেখানোটা বাংলাদেশের জন্য খুবই কঠিন। তারপরও বাংলাদেশ দল আপ্রাণ চেষ্টা করে দেখবে।
×