ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিরপুরে পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশিত: ০২:৪৬, ১৫ সেপ্টেম্বর ২০১৯

মিরপুরে পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক ॥ রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনের রাস্তায় আজ রবিবার বেলা ৮টা থেকে বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন জারা জিন্স নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। তাদের এই বিক্ষোভের কারণে চিড়িয়াখানা রোড, মিরপুর ১০ নম্বর থেকে মাজার রোডে যাওয়ার সড়ক, মিরপুর বাংলা কলেজ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে। চিড়িয়াখানা রোডের ১৩ ও ১৪ নম্বর হোল্ডিংয়ের চতুর্থ ও পঞ্চম তলা মিলিয়ে জারা জিন্সের কারখানা। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে এবং সনি সিনেমা হল মোড়ে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে রেখেছেন। শ্রমিকরা জানিয়েছে, তাদের চার মাসের বেতন, দুই মাসের ওভারটাইম বাকি। বেতন না দিয়ে গত বৃহস্পতিবার মালিকপক্ষ কারখানায় তালা দিয়ে পালিয়ে গেছে। মালিকের মোবাইল ফোনও বন্ধ। ঈদের আগেও আন্দোলন করে বেতন আদায় করতে হয়েছে তাদের। পুলিশের পক্ষ থেকে কারখানার মালিক রিয়াজুল হক রাজুর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে নিয়ে বিজিএমইএ ভবনে বৈঠক চলছে।
×