ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় পাওয়ার আশা এডওয়ার্ড স্নোডেনের

প্রকাশিত: ০৩:০৪, ১৫ সেপ্টেম্বর ২০১৯

ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় পাওয়ার আশা এডওয়ার্ড স্নোডেনের

অনলাইন ডেস্ক ॥ ফ্রান্স তাকে রাজনৈতিক আশ্রয় দিবে বলে মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন আশা করছেন। ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে স্নোডেন এমনটি বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সাক্ষাৎকারটি সোমবার সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে। ফ্রান্সের রেডিও স্টেশনটির টুইটার একাউন্টে প্রকাশিত উদ্ধৃতিতে স্নোডেন বলেছেন, তিনি এই দেশে বাস করতে পারেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তেমন ইঙ্গিত দিলে তা ‘দেখতে ভালো লাগবে’ তার। সাক্ষাৎকারটি কখন, কোথায় গ্রহণ করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি বলে জানিয়েছে রয়টার্স। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর গোপন নজরদারী কর্মসূচীর বিস্তারিত ফাঁস করে দেওয়ার পর ২০১৩ সাল থেকে রাশিয়ায় বাস করছেন স্নোডেন। বিশ্বের বহু মানবাধিকার কর্মী তাকে একজন বীর হিসেবে বিবেচনা করে, কিন্তু নিজ দেশ যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে বিচারের মুখোমুখি করতে চায়। বছর দুই আগে স্নোডেন এক টুইটে রাশিয়ার মানবাধিকার রেকর্ড নিয়ে নিজের সমালোচনা তুলে ধরেছিলেন আর রুশ সরকার তাকে তাদের একটি ‘দায়’ হিসেবে দেখে বলে জানিয়েছিলেন।
×