ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উপজেলা চেয়ারম্যনের রিুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা দায়ের

প্রকাশিত: ০৪:১৪, ১৫ সেপ্টেম্বর ২০১৯

উপজেলা চেয়ারম্যনের রিুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা দায়ের

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালীর গলাচিপার উপজেলা চেয়রম্যান মুঃ শাহিন শাহ বিরুদ্ধে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। শাহিন শাহ্ গলাচিপা নারী আইনজীবী উম্মে আসমা আঁখিকে মারধরসহ শ্লীলতাহানীর ঘটনায় আজ রবিবার পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ্যাড. আঁখি বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। আদালত মালাটিকে এজাহার হিসেবে গন্য করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন। জানাযায়, তুচ্ছ ঘটনার জের ধরে আইনজীবী উম্মে আসমা আঁখিকে গত বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্যে মারধর করে শ্লীলতাহানী করে গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন শাহ্। দুই শতাধিক লোকের সামনে ওই নারী আইন জীবিকে অকথ্য ভাষায় গালমন্দ করে বিবস্ত্র করার হুমখী দেয় চেয়ারম্যান। এছাড়াও ওই নারী আইনজীবীর শ্বশুরকে মোবাইল ফোনে গালাগালি দেয় চেয়ারম্যান। এ ঘটনায় গলাচিপা থানায় ১৩-০৯-১৯ তারিখ সাধারণ ডায়েরী করেন। পরের দিন এ ঘটনায় থানায় মমলা করতে গেলে থানা পুলিশ মামলা নেইনি বলে আদালতে দায়ের করা মামলায় উল্লেখ করেন।
×