ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুবলীগ নেতার স্ত্রীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০১৯

যুবলীগ নেতার স্ত্রীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনায় নিহত রংপুর জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদুন্নবী জুয়েলের স্ত্রী শায়লা আকতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সহকারী স্টোর কিপার হিসেবে নিয়োগ পেয়েছেন। শনিবার সন্ধ্যায় জুয়েলের স্ত্রী শায়লা আকতারের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় জুয়েলের পরিবারের প্রতি সান্ত্বনা ও গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। প্রসঙ্গত, গত বছরের ২৭ সেপ্টেম্বর টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত হন রংপুর জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদুন্নবী জুয়েল। তার এক ছেলেসন্তান রয়েছে। এর আগে জুয়েল জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
×