ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান

প্রকাশিত: ০৬:১৮, ১৫ সেপ্টেম্বর ২০১৯

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান

অনলাইন রিপোর্টার ॥ আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। ইতিমধ্যে শেষ হয়েছে টস। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক রশিদ খান। দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে উভয় দলই হারিয়েছে টুর্নামেন্টের অপরদল জিম্বাবুয়েকে। গত ম্যাচের একাদশ নিয়েই আজ মাঠে নামবে বাংলাদেশ। এখনো পর্যন্ত টি-টুয়েন্টিতে একটানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড এই আফগানদেরই। গতকাল জিম্বাবুয়েকে হারিয়ে টানা এগারো টি-টুয়েন্টি জিতে একটানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়ে তারা। গতবছর শারজায় জিম্বাবুয়েকে দুই ম্যাচ হারিয়ে শুরু এরপর দেরাদুনে বাংলদেশকে ৩ ম্যাচ, আয়ারল্যান্ডকে মোট ৫ ম্যাচ ও গতকাল জিম্বাবুয়েকে হারিয়ে এই রেকর্ডের মালিক হয় তারা। তাই আজ বাংলাদেশকে হারাতে পারলে টানা বারো ম্যাচ জিতে নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়বে আফগানরা। টি-টুয়েন্টিতে বরাবরবই শক্তিশালী দল আফগানিস্তান। এখন পর্যন্ত খেলা নিজেদের ৭২ ম্যাচের ৫০ টি জিতেছে তারা। গতকালের জয়টিই ছিল তাদের টি-টুয়েন্টিতে পঞ্চাশতম। এর আগে ২০১৬-১৭ মৌসুমেও টানা এগারো টি-টুয়েন্টি জিতেছিল আফগানরা।র‌্যাংকিংয়েও বাংলদেশের উপরে তারা। তাই আজ বাংলাদেশকে হারিয়ে আফগানরা নতুন বিশ্বরেকর্ড গড়লে অবাক হওয়ার কিছু থাকবেনা। বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেলর, হ্যামিল্টন মাসাকাদজা, রায়ান বার্ল, ক্রেগ এরভিন, সন উইলিয়ামস, টিমেনসেন মারুমা, টিনোতেডা মুটম্বোডজি, টনি মুনিয়ঙ্গা, নেভিল মাদজিভা, কাইল জারভিস, টেন্ডাই চাতারা।
×