ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোস্তাফা জব্বার

কলকাতার ডিজিটাল রূপান্তর

প্রকাশিত: ০৭:৫৯, ১৬ সেপ্টেম্বর ২০১৯

কলকাতার ডিজিটাল রূপান্তর

ইনফোকম নামটির সঙ্গে আমার পরিচিতি ছিল অনেক আগে থেকেই। আমাদের সাফকাত হায়দার ভাইয়ের আয়োজনে যুক্ত থাকেন। কলকাতার আনন্দবাজার গোষ্ঠীর আয়োজক। ১৮ সালের শেষ দিকে ডিসেম্বর মাসের প্রথম দিকে সাফকাত ভাই কলকাতার ইনফোকম আয়োজনে অংশ নেবার জন্য অনুরোধ করার প্রেক্ষিতে আমি আমন্ত্রণটি গ্রহণ করি। প্রথমত. আমার দেখার আগ্রহ ছিল যে, বৃহত্তর বঙ্গের অপর পাড়ে ডিজিটাল শব্দটির প্রভাব কেমন। অন্য কারণটি ছিল যে তখন কলকাতায় অবস্থানরত অসুস্থ স্ত্রীকেও দেখে আসতে পারব। বকুল তখন দুটি নষ্ট কিডনি নিয়ে অন্তত একটি কিডনির প্রতিস্থাপনের জন্য কলকাতার হাসপাতালে পরীক্ষা-চিকিৎসাধীন ছিল। বাংলাদেশের বিপুল পরিমাণ মানুষ ভারতে চিকিৎসা নেয়। এর মাঝে একটি বড় অংশ আছে যারা কিডনি প্রতিস্থাপনের জন্য যায়। আমি মন্ত্রিত্বের চাপে বকুলের প্রতি নজরই দিতে পারছিলাম না। বস্তুত ছেলে বিজয় ও আমার পরিবার বকুলের ভয়ঙ্করতম সময়টিকে ব্যাপক সহায়তা করেছে। বিজয়ের পাশে থেকে মেয়ে উর্মি এবং ছোট ভাই রাব্বানীর ছেলে রাতুল। কয়েক মাস ধরেই কলকাতার শহরতলীতে একটি বাড়ি ভাড়া করে নিম্ন মধ্যবিত্তের জীবন যাপন করছিল। কখনও উর্মি থাকতো, কখনও বিজয় থাকতো আবার কখনওবা বিজয় উর্মি দুজনেই থাকতো। এরই মাঝে কলকাতায় আমার ডাক পড়ে। এখন নিজের কাছেই মনে হচ্ছে চরম অবজ্ঞা করেছি আমার স্ত্রীর অসুস্থতার প্রতি। পুরো সফরে কেবল একবার শহরতলীর সেই বাড়িতে যাওয়া ছাড়া এ্যাপোলে হাসপাতালে গিয়েছিলাম। তবে আরও একটু বেশি সময় আমি দিতেই পারতাম। জোর করে হলেও সময় বের করা দরকার ছিল। সান্ত¡না এটকু যে- আমার পুরো দায়িত্বটা ছেলেই এখনও বহন করছে। প্রধানত কলকাতা যাওয়া হবে সেই সূত্রেই কলকাতার ইনফোকমে যোগ দিই। অনুষ্ঠানটি সম্পর্কে কলকাতার দৈনিক দি টেলিগ্রাফ ২০১৮ সালের ৭ জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করে। এর বাংলা অনুবাদটি ইনফোকমের উদ্বোধনী অনুষ্ঠানের একটি চিত্র তুলে ধরবে। ‘অনুষ্ঠানের শ্রোতারা অন্য আরও একটি গতানুগতিক বক্তব্যের জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু কুর্তাÑপাজামা পরিহিত লোকটি তাঁর ২০ মিনিটের মাতৃভাষায় বক্তৃতা করে শ্রোতাদের অভিভূত করলেন। সবাইকে চমকে দিয়ে বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী বাংলায় বক্তৃতা করলেন। পুরো অনুষ্ঠানটিতে তিনিই একমাত্র মাতৃভাষা বাংলায় বক্তৃতা করলেন। অনুষ্ঠানে যারা বাংলা ভাষায় বক্তৃতা শুনতে স্বাচ্ছন্দ্যবোধ করেননি তাদের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, কয়েক বছর পর ভাষা কোন সমস্যা হবে না, বিশেষ করে ইনফোকম শ্রোতাদের কাছে। কারণ প্রযুক্তি এই অসুবিধাটি দূর করে দেবে। বাংলাকে আপনি যে কোন ভাষায় স্বয়ংক্রিয়ভাবে অনূদিত পাবেন। মন্ত্রী কলকাতায় গত ৬ ডিসেম্বর ১৮ এবিপি গ্রুপের উদ্যোগে আয়োজিত ‘ইনফরমেশন, কমিউনিকেশন্স এ্যান্ড টেকনোলজি এক্সপজিশন ইন দি ইস্ট’ শীর্ষক অনুষ্ঠানে তাঁর বক্তৃতার জন্য হলভর্তি দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, আজ ৬ ডিসেম্বর। এ মাসেই বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। আমাদের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান (সাপোর্ট) আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। মন্ত্রী আইটিবিষয়ক এ সম্মেলনের তাৎপর্য তুলে ধরেন। বাংলা বিজয় কীবোর্ডের জনক, প্রযুক্তি বিশেষজ্ঞ মি: মোস্তাফা জব্বার বাংলাদেশের অগ্রগতির অগ্রযাত্রার চিত্র তুলে ধরে বলেন, ১৯৭১ সালে ৭৮৬ কোটি টাকার বাজেট দিয়ে বাংলাদেশের অর্থনীতির যাত্রা শুরু হয়। এই বাংলাদেশ আজ এশিয়ার অর্থনীতির পাওয়ার হাউস হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। ২০১৮-১৯ অর্থবছরে ৪.৫ লাখ কোটি টাকার (রুপি)র বাজেটে প্রণীত হয়েছে। অনুষ্ঠানে মন্ত্রী মি: মোস্তাফা জব্বার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ১৬ কোটিরও বেশি জনগোষ্ঠীর বাংলাদেশ প্রযুক্তিকে আলিঙ্গন করেছে বলে তার বক্তৃতায় উল্লেখ করেন। পশ্চিমবঙ্গের আইটি মন্ত্রী অমিত মিত্র উদ্বোধনী ল্যাম্প প্রজ্বলন করেন। এবিপি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ডি.ডি পুরকায়স্থ অনুষ্ঠান উপস্থিত ছিলেন। জনাব মোস্তাফা জব্বার বাংলাদেশে ৫৩টি মন্ত্রণালয় ও বিভাগে তিন শতাধিক ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে উল্লেখ করে বলেন, শতকরা ৪০ ভাগ আর্থিক লেনদেন ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে। বাংলাদেশে প্রতিদিন ১০২৪ কোটি টাকা মোবাইল ফোনে লেনদেন হচ্ছে বলে জানান বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রী। সাংবাদিকতা থেকে রাজনীতিতে আসা মিঃ মোস্তাফা জব্বার জোর দিয়ে বলেন যে, বাংলাদেশ বা ভারতের আইটি খাত উন্নত দেশের আউটসোর্সিংয়ের ওপর নির্ভরশীল। আমাদের পণ্যের গুণগতমান বৃদ্ধি করে নিজস্ব পণ্যেরও বিকাশ ঘটাতে হবে। ‘আমরা আর কতদিন কামলাগিরি করব’ বললেন মি: মোস্তাফা জব্বার। তিনি বাংলাভাষী শ্রোতাদের একটি অংশকে এ বিষয়টি বুঝাতে চেয়েছেন তা দেখার জন্য অনলাইন অভিধান দেখতে পরামর্শ ব্যক্ত করেন। তিনি বলেন, কামলাগিরিকে দিনমজুরি হিসেবে সংক্ষিপ্ত অনুবাদ করা যেতে পারে। বাংলাদেশে এটি বহুল ব্যবহৃত বাক্য। মিঃ মোস্তাফা জব্বার বর্তমান বিশ্বে শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য চাকরি একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে বলেন, প্রযুক্তি কল্যাণের জন্য, মানুষের জন্য, মানুষকে বাদ দিয়ে নয়। তিনি বলেন, চালকবিহীন গাড়ির জন্য যদি চালক চাকরি হারায়, রোবটিক্স প্রযুক্তির কারণে আমার দেশের গার্মেন্টস কর্মী যদি চাকরি হারায়, তবে তা আমাদের জন্য মোটেও সুখের নয়। তিনি এ অঞ্চলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্রিটিশ প্রবর্তিত প্রচলিত শিক্ষাকে ডিজিটাল যুগের শিক্ষায় রূপান্তরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।’ কলকাতার পত্রিকার এই প্রতিবেদনটি আমার হাতে আসে অনুষ্ঠানের কদিন পরে। তবে সেদিনের বক্তৃতা যে উপস্থিত দর্শকদের মাঝে আলোড়ন তুলে সেটি টের পাই অনুষ্ঠানের শেষে মঞ্চ থেকে নামার পরপরই। বেসিস বোর্ডের সাবেক পরিচালক ও আমার প্রিয়জন মোস্তাফিজুর রহমান সোহেল গত ৬ ডিসেম্বর ১৮ ফেসবুকে এক অনুচ্ছেদের একটি স্ট্যাটাস দিয়েছে। সোহেলের মতো আমার শুভাকাক্সক্ষীদের অনেকেই আমাকে একটু আলাদা সম্মান দেয়। এই স্ট্যাটাসটা তার প্রমাণ। জীবনে ওদের ঋণ কখনও পরিশোধ করতে পারব না। ওর স্ট্যাটাসটা এরকম, ‘ইনফোকমের উদ্বোধনী অনুষ্ঠান ও দুপুরের আহারের পর আমাদের বেশ তাড়া ছিল আইসিটি হাইটেক পার্ক পরিদর্শনে যাবার। তাই অনেকটা দ্রুত পায়ে হোটেলের লিফটের দিকে পা চালালাম, প্রায় দরজায় পৌঁছে গেছি, এমন সময় এক ভদ্রলোক এসে মোস্তাফা জব্বার ভাইকে বললেন, ‘স্যার আজ আপনার বক্তব্য শুনে প্রাণ ভরে গেছে, তাই আপনার পা দুটো ধরে প্রণাম করতে চাই’। উনি প্রণাম করলেন এবং সবাই অবাক হয়ে একজন অপরিচিত মানুষের জব্বার ভাইয়ের প্রতি এই শ্রদ্ধা ও ভালবাসা অবাক নয়নে মুগ্ধ হয়ে দেখলো, সাক্ষী হলাম বিরল এক অভিজ্ঞতার।’ সোহেলের সঙ্গে একটি বিষয়ে আমি একমত- এটি এক বিরল অভিজ্ঞতা। বলা যেতে পারে, এক ধরনের অপ্রস্তুত অভিজ্ঞতাও। সোহেল যে দৃশ্যটির বিবরণ দিয়েছে, তেমন ডজনখানেক ঘটনা ঘটেছে সেই সময়ে, মাত্র দুদিনে। দল বেঁধে এসে পা ছুয়ে প্রণাম করে আশীর্বাদ চেয়েছে ইনফোকমের উদ্বোধনী অনুষ্ঠানের দর্শকরা। উদ্বোধনী অনুষ্ঠানের এই বিষয়টি আমাকে ব্যাপকভাবে আলোড়িত করেছে। আমি এই অভাবনীয় ঘটনার কারণ খোঁজার চেষ্টা করেছি। দুয়েকজনকে আমি জিজ্ঞেস করেছিলাম- একদম পা ছুঁয়ে প্রণাম কেন? একজন আমাকে বলেছেন, আপনি যে হলে আজ ভাষণ দিলেন এই হলে প্রতিদিন নানা রকমের অনুষ্ঠান হয়-কিন্তু আজ অবধি কেউ সম্ভবত এখানে বাংলায় ভাষণ দেননি। কোন সেমিনার, সামিট বা সাধারণ অনুষ্ঠানেও কলকাতার ভাষা থাকে ইংরেজী। আপনি প্রমাণ করলেন, বাংলা ভাষা আপনারাই ধারণ করে রেখেছেন। এজন্যই ভাষার জন্য রাষ্ট্র গঠন করা আপনাদের দ্বারা সম্ভব হয়েছে। সালাম বাংলা ও বাংলাদেশকে। আরেকজন মাঝ বয়সী মহিলা আমার রুমে ওঠার লিফটের পাশে একা বসে ছিলেন। আমাকে দেখেই হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আমার ৪০ বছর বয়সে এমন একটি ভাষণ আমি শুনিনি। আমাকে আশীর্বাদ করে দিন। এরপর সেই মেয়েটি আমার পা ছুঁয়ে প্রণাম করলেন। ‘ভালো থেকো মা’ বলে ওর চোখের দিকে তাকাতেই দেখলাম চোখের কোণে পানি। বললেন, স্যার, আমাদের রাজ্যে এমন একটি অনুষ্ঠানে বাংলায় কথা বলার মানুষ আপনি পাবেন না। কেউ সাহস করে না। আমি দেখিনি। দু’চারটি কথা বলে জানলাম- একটু শেকড়ের টানও রয়েছে। মেয়েটির পূর্ব পুরুষেরা বাংলাদেশ থেকে গেছে। চোখের পানিটা বোধহয় সেই কারণে। মেয়েটি আরও বললো, স্যার বাংলাদেশের যে অগ্রগতির চিত্র তুলে ধরলেন সেটিও আমরা কল্পনা করিনি এপার থেকে। একটি মন্ত্রণালয়ের দুটি বিভাগের প্রচুর কাজের চাপের মাঝেও আমি আমার প্রিয় বন্ধু সাফকাত হায়দারের অনুরোধে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আয়োজিত ইনফোকম ১৮-এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি প্রদান করি। তখন মন্ত্রী ছিলাম। সম্মেলনটি ৬-৭-৮ ডিসেম্বরে কলকাতার আইটিসি সোনার হোটেলে অনুষ্ঠিত হয়। আমি পাঁচ ডিসেম্বর বিকালের বিমান ফ্লাইটে কলকাতা পৌঁছাই। নেতাজী সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে আমাদের কলকাতার ডেপুটি হাইকমিশনার নিজে উপস্থিত থেকে আমাকে স্বাগত জানান। এর আগে স্পেন, জাপান ও থাইল্যান্ডে আমাদের দূতাবাসের কর্মকর্তাদের আন্তরিকতা পেয়ে আমি মুগ্ধ। বিমানবন্দরের বাইরে বাংলাদেশের পতাকাসংবলিত গাড়ি আমাকে অনেকটাই আবেগাপ্লুত করে। মনে পড়ে বাংলা বিহার উড়িষ্যার কথা। মনে পড়ে কলকাতা একদিন ভারতবর্ষের রাজধানী ছিল। পূর্ব বাংলা ছিল বাঙালদের বসবাসের জায়গা-লাঙল-জোয়ালের দেশ। সেই কলকাতা এখন তার নিজের ভাষাও টিকিয়ে রাখতে পারছে না। বাঙালীরা এমনকি নিজেরাও হিন্দীতে কথা বলে। কেবল হয়তো বাড়িতে বাংলা চলে। বাঙালদের দেশ থেকে স্বাধীন দেশের পতাকা উড়িয়ে কলকাতার রাস্তায় চলতে পারা এবং কলকাতা পুলিশের প্রটোকল পাওয়া ভিন্ন আমেজের তো বটেই। ভারতের সঙ্গে আমার স্মৃতি আবেগময়। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের একটি দল নিয়ে প্রথম ভারতের মেঘালয়ে প্রবেশ করি। সেই দলটির প্রশিক্ষণ নিতে তিন মাস সময় লাগবে জেনে আরও একটি দল নিয়ে আবার মেঘালয়ে যাই। সেখান থেকে ৭১ এর ডিসেম্বর মাসের ৬ তারিখে হাতে একটি মাত্র গ্রেনেড নিয়ে বাংলাদেশে প্রবেশ করি। সেদিন থেকেই আমার উপজেলা খালিয়াজুরি আনুষ্ঠানিকভাবে মুক্তাঞ্চল ঘোষিত হয়। যদিও খালিয়াজুরি পুরো নয়মাসই মুক্ত ছিল তথাপি সেদিন স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি ও মুক্তিযুদ্ধে ভারতের সর্বাত্মক জড়িয়ে পড়া আমাদের জন্য এক অসাধারণ স্মৃতি হয়ে ওঠে। সেদিনই আমাদের লিপ্সা বাজারের মুক্তিযোদ্ধা ক্যাম্পে মুক্তিযোদ্ধা কমান্ড অফিস প্রতিষ্ঠিত হয়। সেই ভারত যেখানে এক সময়ে জয় বাংলার লোক বলে পরিচিত ছিলাম, সেই ভারতে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী গাড়িতে চড়ব, সামনে কলকাতা পুলিশের গাড়ি থাকবে এটি নষ্টালজিয়াতো বটেই। সাফকাত ভাইর প্রস্তাবে রাজি হবার আরও একটি কারণ ছিল যে ওখানে গেলে কলকাতার হাসপাতালে কিডনি রোগী স্ত্রী বকুল মোস্তাফা ও ছেলে বিজয় জব্বারের সঙ্গে দেখা করা যাবে। ওরা বস্তুত সময়ের সঙ্গে লড়াই করছে। বকুলের সঙ্গে দেখা হয় না এক মাস হবে। ডায়ালাইসিস আর পরীক্ষা-নিরীক্ষা করতে করতে আরও কতদিন লাগবে সেটাও জানছিলাম না। ইনফোকমের আয়োজন আমার পরিচিত। এর আগেও বেশ কয়েকবার আমাকে ইনফোকমে দাওয়াত দেয়া হয়েছে। কিন্তু থাকতে পারিনি। এবার এসে আইটিসি সোনার হোটেলেই উঠলাম। আয়োজকরা সেই আয়োজনই করেছে। হোটেলটিতে আরও একবার ছিলাম। সাংসদ মাইনুদ্দিন খান বাদল কলকাতার একটি টিভিতে এক সময়ে অনুষ্ঠান উপস্থাপনা করতেন। তারই উপস্থাপনার একটি পর্বে ডিজিটাল বাংলাদেশ নিয়ে কথা বলেছিলাম। হোটেলে আসার পথে কলকাতা বিমানবন্দর সড়ক, সল্ট লেক ও আশপাশের এলাকা দেখে চমকে উঠছিলাম। মেট্রো রেল-ফ্লাইওভারসহ ব্যাপক উন্নয়ন দৃশ্যমান চারপাশে। ইনফোকমের সম্মেলনও আগের চাইতে অনেক বিস্তৃত হয়েছে। কলকাতা ভ্রমণে যাবার সময়েই আমার সিদ্ধান্ত ছিল রাজারহাটে হাইটেক পার্কগুলো দেখব। আমি তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্ব গ্রহণ করে প্রথমে যে সচিব মহোদয়কে পাই সেই সুবীর কিশোর চৌধুরী রাজারহাটের ব্যাপক প্রশংসা করেন। যদিও তখন তিনি ছিলেন না তথাপি তার উৎসাহব্যঞ্জক কথাগুলো আমাকে রাজারহাট নিয়ে যায়। আমি রাজারহাটের হাইটেক পার্কগুলো দেখে ব্যতিক্রম ও ভিন্নতা উপলব্ধি করি। আমরাতো দেশজুড়েই হাইটেক নামক নির্মাণ কাজের বিস্তৃতি দেখছি- কিন্তু রাজারহাটে দেখলাম বিশাল বিশাল তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যাপকতম কর্মকান্ড। তথ্যপ্রযুক্তি কাজ করার জন্য এত বড় স্থাপনা থাকতে পারে এবং এত মানুষ এক সঙ্গে ডিজিটাল প্রযুক্তি নিয়ে কাজ করতে পারে সেটিতো চমকে দেবেই। পুরো সময়ে বাংলাদেশের উপ-হাইকমিশন ও কলকাতা পুলিশ ব্যাপকভাবে সহায়তা করে। স্মরণ করতে পারি কেবল কলকাতাতেই আমার বাহনটিকে কলকাতা পুলিশ সার্বক্ষণিক পাহারা দিয়েছে। একাত্তর সালে যে ভারতে প্রায় অসহায়ের মতো সময় কাটিয়েছি সেই ভারতে বাংলাদেশের পতাকা উড়িয়ে পুলিশ প্রটেকশনে চলতে পারা অবশ্যই একটু ভিন্ন উপলব্ধি অনুভূত করিয়েছে। কলকাতা হলো সেই শহর যে শহরে আমি প্রথম দেশের বাইরে পা ফেলি। প্রায় অর্ধশতক বছর আগের দেখা কলকাতা বদলে তো গেছেই, বদলে গেছে এর মানুষগুলোও। এক সময়ে কলকাতার নিউ মার্কেটের কুলিরাও হিন্দী ছাড়া কথা বলত না। পুরা নিউমার্কেটে একটাও বাঙালীর দোকান পেয়েছিলাম বলে মনে পড়ে না। এখন সেই শহরটি কান পেতে বাংলা শোনে, বাংলাকে সম্মান দেয় এবং বাংলাদেশকে গৌরবের অর্জন বলে মনে করে- এটা আমাদের বিশাল পাওনা। ঢাকা ॥ ১৪ সেপ্টেম্বর ১৮, সর্বশেষ আপডেট ২৫ আগস্ট ১৯ লেখক : তথ্যপ্রযুক্তিবিদ, কলামিস্ট, দেশের প্রথম ডিজিটাল নিউজ সার্ভিস আবাস-এর চেয়ারম্যান-সাংবাদিক, বিজয় কীবোর্ড ও সফটওয়্যার-এর জনক
×