ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ থেকে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি করবে সরকার

প্রকাশিত: ১৩:০৬, ১৬ সেপ্টেম্বর ২০১৯

 আজ থেকে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি করবে সরকার

স্টাফ রিপোর্টার ॥ বাজারে পেঁয়াজের দামের উর্ধগতি রোধে আজ সোমবার থেকে খোলাবাজারে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি করবে সরকার। ট্রাকে করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পেঁয়াজ বিক্রি করবে। রবিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতে পেঁয়াজের রফতানি মূল্য তিনগুণ বাড়ানোয় বাংলাদেশের বাজারে যাতে এর প্রভাব না পড়ে সেজন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। ভারতীয় পেঁয়াজের পাশাপাশি দেশী পেঁয়াজের দাম খুচরায় ইতোমধ্যে কেজিতে ২০ টাকার বেড়েছে। রবিবার একদিনে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা। ব্যবসায়ীদের আশঙ্কা, ভারত থেকে পেঁয়াজ না এলে দেশের বাজারে দাম আরও বাড়বে। তবে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এলসি মার্জিন ও সুদের হার কমানোয় প্রয়োজনীয় উদ্যোগ নিতে বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে। এ ছাড়া বন্দরে আমদানি করা পেঁয়াজের খালাস প্রক্রিয়া দ্রুত শেষ করা ও নির্বিঘœ পরিবহন নিশ্চিত করতেও যথাযথ কর্তৃপক্ষ বরাবর চিঠি দেয়া হয়েছে। রবিবার সকালে অধিকাংশ দোকানেই ৭০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়। কিন্তু বিকেলে অনেক জায়গায় তা আরও ১০ টাকা বাড়িয়ে ৮০ টাকা দরে বিক্রি করা হয়। তবে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয়া হচ্ছে।
×