ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ড. মো. জাফর উদ্দিন বাণিজ্যে মন্ত্রনালয়ের নতুন সচিব, ৪ কর্মকর্তা জ্যেষ্ঠ সচিব

প্রকাশিত: ০৮:০৪, ১৬ সেপ্টেম্বর ২০১৯

ড. মো. জাফর উদ্দিন বাণিজ্যে মন্ত্রনালয়ের নতুন সচিব, ৪ কর্মকর্তা জ্যেষ্ঠ সচিব

অনলাইন রিপোর্টার ॥ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি জনপ্রশাসনের চার সচিবকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সচিব করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুটি ভিন্ন আদেশ জারি করে এ নিয়োগ দেওয়া হয়। বাণিজ্য সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো. মফিজুল ইসলাম গত ৮ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে গেছেন। জাফর উদ্দিন এর আগে অর্থ বিভাগে অতিরিক্ত সচিব (বাজেট ও সমষ্টিক অর্থনীতি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০৮ সালে ফিলিপিন্সের ইউনিভার্সিটি অব ইস্ট থেকে ব্যবসা প্রশাসনে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। জাফর উদ্দিন নিরীক্ষা ও হিসাব ক্যাডারে সহকারী মহা-হিসাব রক্ষক হিসেবে ১৯৮৮ সালে কর্মজীবন শুরু করেন। এদিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আখতার হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। চার জ্যেষ্ঠ সচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. আলমগীর এবং জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীনকে জ্যেষ্ঠ সচিব করা হয়েছে। তাদের আগের কর্মস্থলেই জ্যেষ্ঠ সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। সরকারে এখন জ্যেষ্ঠ সচিবের সংখ্যা হল ১২ জন।
×