ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

স্বর্ণপদক জয় কঠিন মাবিয়ার জন্য!

প্রকাশিত: ০৯:২৫, ১৬ সেপ্টেম্বর ২০১৯

স্বর্ণপদক জয় কঠিন মাবিয়ার জন্য!

স্পোর্টস রিপোর্টার ॥ সবশেষ এসএ গেমসে স্বর্ণপদক জেতায় এবারও মাবিয়া আক্তার সীমান্তকে ঘিরে বড় প্রত্যাশা। তবে ফেডারেশনের অবহেলায় এবার ভাল করার ব্যাপারে প্রত্যয়ী নন মাবিয়া। স্বর্ণপদক জয়ের আকাঙ্খা আছে তবে প্রতিযোগিতার মান বিবেচনায় তা কঠিন বলছেন স্বর্ণজয়ী ভারোত্তলক। অলিম্পিয়াড হতে চাওয়া মাবিয়া পর্যাপ্ত সুযোগ সুবিধা না পেয়ে হতাশ। স্বপ্ন ছিল খ্যাতিমান হবার। নিরন্তর সংগ্রামে সেই স্বপ্ন বাস্তবও করেন মাবিয়া আক্তার সীমান্ত। ২০১৬ এসএ গেমসের ভারোত্তোলন ডিসিপ্লিনে বাংলাদেশের হয়ে স্বর্ণপদক জয় করেন মাবিয়া। এরপর স্বপ্নের পরিধি অলিম্পিক গেমস পর্যন্ত নিতে চেয়েছিলেন। তবে অলিম্পিকের সেই স্বপ্ন এখন ধুসর। এমনকি আসছে এসএ গেমসে আগের পদক ধরে রাখার ব্যাপারেই আত্মবিশ্বাস নেই মাবিয়ার। ফেডারেশন তাকে নিয়ে কোন পরিকল্পনাই করেনি, এমন অভিযোগ তার কন্ঠে। এ মাসের ১৮ তারিখ থেকে থাইল্যান্ডে শুরু হচ্ছে ভারোত্তোলনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। দ্বিতীয়বারের মতো সেখানে অংশ নিচ্ছেন মাবিয়া। লক্ষ্য ভাল পারফর্ম করে, অলিম্পিকে কোয়ালিফাইয়ের একটা চেষ্টা করা। ২০২০ অলিম্পিকের আগে আরো ২টি বড় টুর্নামেন্ট পাবেন মাবিয়া। ভাল ফলাফলে খুলবে অলিম্পিকের দরজা। এসএ গেমস ছাড়াও কমনওয়েলথের ইয়ুথ চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ের কৃতিত্ব আছে মাবিয়ার।
×