ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

এসএ গেমসে স্বর্ণ পুনরুদ্ধারের চ্যালেঞ্জ নিয়ে অনুশীলন করছে তায়কোয়ান্দো দল

প্রকাশিত: ০৯:২৫, ১৬ সেপ্টেম্বর ২০১৯

এসএ গেমসে স্বর্ণ পুনরুদ্ধারের চ্যালেঞ্জ নিয়ে অনুশীলন করছে তায়কোয়ান্দো দল

স্পোর্টস রিপোর্টার ॥ স্বর্ণ পুনরুদ্ধারের চ্যালেঞ্জ নিয়ে অনুশীলন চলছে তায়কোয়ান্দো দলের। যারা লড়বে ২৯ স্বর্ণের লড়াইয়ে। নতুন যুক্ত হওয়া পুমসে ইভেন্টে বেশি প্রত্যাশা ফেডারেশনের। দক্ষিণ কোরিয়ান কোচের অধীনে ক্যাম্প চললেও আরও একজন বিশেষায়িত কোচের অপেক্ষায় কর্মকর্তারা। দল নিয়ে রয়েছে দেশের বাইরেও ক্যাম্পের পরিকল্পনা। ২৯ স্বর্ণের ডিসিপ্লিন তায়কোয়ান্দো। ফাইটে ১৬ আর নতুন যুক্ত হওয়া পুমসেতে ১৩ স্বর্ণ। জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে ৪৭ খেলোয়াড়ের পরিশ্রম-অনুশীলন এসএ গেমসে শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের। ২০০৬ এবং দশে স্বর্ণ জিতলেও সবশেষ আসরে সন্তুষ্ট থাকতে হয়েছে তিন ব্রোঞ্জে। প্রস্তুতির সময় নিয়ে আক্ষেপ থাকলেও, কখনও তিন কখনও চার বেলা অনুশীলনে নিজেদের প্রস্তুত করছেন খেলোয়াড়রা। ২০০২ সাল থেকে কোচের দায়িত্বে থাকা দক্ষিণ কোরিয়ান লি জু সাংয়ের অধীনে চলছে ক্যাম্প। সঙ্গী হয়ে আছেন দুই সহকারী কোচ পলাশ মিয়া ও সুস্মিতা ইসলাম। তবে যে পুমসেতে বেশি প্রত্যাশা, সেই ইভেন্টে আলাদা কোচের অপেক্ষায় ফেডারেশন। চলতি মাসে ঢাকায় কোরিয়া কাপে অংশ নিয়েছেন খেলোয়াড়রা। ডিসেম্বরে গেমস সামনে রেখে, এর মাঝে দল নিয়ে দেশের বাইরে যাবার পরিকল্পনা আছে ফেডারেশনের।
×