ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অভিযোগ সত্ত্বেও দুই শীর্ষ নেতার বৈঠকের বিষয়ে আশাবাদী হোয়াইট হাউস

ট্রাম্প- রুহানির বৈঠকের সম্ভাবনা এখনও রয়েছে

প্রকাশিত: ১০:২৬, ১৭ সেপ্টেম্বর ২০১৯

ট্রাম্প- রুহানির বৈঠকের সম্ভাবনা এখনও রয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির মধ্যে বৈঠকের সম্ভাবনার বিষয়টি রবিবার উড়িয়ে দেয়নি হোয়াইট হাউস। সৌদি আরবের তেল স্থাপনায় হামলার পেছনে ইরানের হাত রয়েছে বলে অভিযোগ করার পরও দুই শীর্ষ নেতার বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেয়া হচ্ছে না। হোয়াইট হাউসের উপদেষ্টা কেলিয়ান কনওয়ে বলেন শনিবারের হামলা জাতিসংঘ সাধারণ অধিবেশন চলাকালে ডোনাল্ড ট্রাম্প ও হাসান রুহানির মধ্যে সম্ভাব্য বৈঠকের পক্ষে সহায়ক হয়নি। কিন্তু বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। রয়টার্স। কনওয়ে ‘ফক্স নিউজ সানডে’কে বলেন, ‘বৈঠক হোক বা না হোক সে বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘোষণা দেয়ার পক্ষে আমি।’ তিনি আরও বলেন, দুই নেতার মধ্যে বৈঠক হোক বা না হোক ইরানের ওপর মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা এবং পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিষয়ে সর্বোচ্চ চাপ প্রয়োগ অব্যাহত থাকবে। কনওয়ে বলেন, সৌদি আরব, বেসামরিক এলাকা এবং বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলে এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে ঘটনায় সহায়তা করা হচ্ছে না। বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগারসহ সৌদি আরবের তেলশিল্পের কেন্দ্রবিন্দুতে হামলার পেছনে ইরানের হাত রয়েছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে অভিযোগ করেছেন সেটা প্রত্যাখ্যান করেছে ইরান। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করলে, ইরানের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। সৌদি আরবের দুটি বিশাল তেল শোধনাগারে হামলার ফলে দেশটির তেল উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। পম্পেও বলেন, সৌদি আরবে প্রায় ১০০টি হামলার পেছনে ইরান সম্পৃক্ত। আর তেহরানের নেতারা কূটনৈতিকভাবে সমাধানের ভান করছে। ইয়েমেন ও সিরিয়া থেকে শুরু করে লেবানন ও ইরাকসহ মধ্যপ্রাচ্য অঞ্চলে একে অপরের বিরোধীপক্ষকে সমর্থন করছে সুন্নী মতাবলম্বী সৌদি আরব আর শিয়া মতাবলম্বী ইরান। হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে দেশটিতে সামরিক অভিযানে নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। হাউস গোয়েন্দা কমিটির ডেমোক্র্যাটিক চেয়ারম্যান মার্কিন প্রতিনিধি এ্যাডাম স্কিফ বলেন, সৌদি আরবের ওপর হামলার দায় সরাসরি ইরানের ওপর চাপানো যায় কি না সে বিষয়ে তাকে অবহিত করা হয়নি। তিনি সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে বলেন, ‘আমি মনে করি এটা বলা নিরাপদ যে, ইরানের সহায়তা ছাড়া সৌদি আরবে এ ধরনের হামলা চালানো হুতিদের পক্ষে সম্ভব নয়।’ স্কিফের মতে, ট্রাম্পের উচিত ইরানের সঙ্গে কূটনৈতিকভাবে অগ্রসর হওয়া, কারণ এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার এটাই একমাত্র পথ।
×