ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিক্ষোভের শত দিন

হংকংয়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

প্রকাশিত: ১০:২৭, ১৭ সেপ্টেম্বর ২০১৯

হংকংয়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

হংকংয়ে কর্তৃপক্ষ বিরোধী বিক্ষোভকারীরা পুলিশের নিক্ষেপ করা কাঁদানে গ্যাসের ক্যানিস্টার উল্টো পুলিশের দিকে ছুড়ে মেরেছে। সরকারী দফতরগুলোর কাছে বিক্ষোভকারীদের পেট্রোলবোমা ও ইট নিক্ষেপের জবাবে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। রবিবার অনুমতি ছাড়াই গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা মিছিল বের করে। পরে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিবিসি। প্রত্যর্পণ বিলের খসড়া কেন্দ্র করে দু’মাসের বেশি সময় আগে সেখানে বিক্ষোভ শুরু হয়। ওই বিলে বিচারের জন্য হংকংবাসীদের চীনের মূল ভূখ-ে পাঠানোর সুযোগ রাখা হয়েছিল। এতে তাদের মানবাধিকার লঙ্ঘিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন হংকংয়ের সমালোচকরা। প্রতিবাদে জুনে হংকংজুড়ে বিক্ষোভ শুরু হয়। প্রতিবাদের মুখে বিলটি স্থগিত ও পরে বাতিল করা হলেও প্রতিবাদ অব্যাহত থাকে। এ মাসের প্রথমদিকে বিলটি পুরোপুরি প্রত্যাহার করা হয়। কিন্তু এতে প্রতিবাদকারীদের ক্ষোভ কমেনি। পূর্ণ গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তারা। পাশাপাশি পুলিশের নিষ্ঠুরতা ও অন্যান্য অভিযোগেরও তদন্ত দাবি করছে। পুলিশ মিছিল করার অনুমতি না দিলেও কয়েক হাজার লোক জড়ো হয়ে ব্যবসায়িক কেন্দ্র কসওয়ে বে থেকে মিছিল নিয়ে ব্যাণিজ্যিক এলাকা সেন্ট্রালের দিকে এগিয়ে যায়। দ্বিতীয় সপ্তাহের মতো কিছু বিক্ষোভকারী মার্কিন পতাকা নিয়ে হংকংকে ‘স্বাধীন’ করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানায়।
×