ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাশ্মীর নিয়ে তোপের মুখে মালালা

প্রকাশিত: ১০:২৭, ১৭ সেপ্টেম্বর ২০১৯

কাশ্মীর নিয়ে তোপের মুখে মালালা

কাশ্মীর নিয়ে টুইট করে তোপের মুখে পড়েছেন নোবেলজয়ী পাকিস্তানের অধিকারকর্মী মালালা ইউসুফজাই। কাশ্মীর নিয়ে ধারাবাহিক কয়েকটি টুইট করায় তিনি ব্যাপক সমালোচনার সম্মুখীন হন। মালালা টুইটে লেখেন, কাশ্মীরের এক ছাত্রী তার কাছে অভিযোগ করেছে, অচলাবস্থার কারণে গত ১২ আগস্ট সে পরীক্ষায় অংশ নিতে পারেনি। মালালা ভুলে যান যে, ঈদ-উল আজহা উপলক্ষে ওইদিনটি ভারতে জাতীয় ছুটির দিন ছিল। পরপর কয়েকটি টুইটে হ্যাশট্যাগ লেটকাশ্মীরস্পিক ব্যবহার করে মালালা কাশ্মীরী মেয়েদের বিষয়টি তুলে ধরেন এবং কাশ্মীরে শান্তির জন্য কাজ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। টুইটে তিনি লেখেন, ‘বর্তমানে যেসব মেয়ে কাশ্মীরে বসবাস করছে তাদের কাছ থেকে সরাসরি শুনতে চেয়েছি। যোগাযোগ ব্যবস্থা অচল থাকায় অনেক মানুষের কাহিনী শুনতে প্রচুর কষ্ট করতে হয়েছে। কাশ্মীরীরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন এবং তাদের কথা শোনাতে ব্যর্থ হচ্ছে।
×