ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

চুক্তি ছাড়া ব্রেক্সিট হবে এক বিপর্যয় ॥ বিজনেস ইউরোপ

প্রকাশিত: ১০:২৮, ১৭ সেপ্টেম্বর ২০১৯

চুক্তি ছাড়া ব্রেক্সিট হবে এক বিপর্যয় ॥ বিজনেস ইউরোপ

ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে চুক্তি ছাড়া ব্রিটেনের দুঃখজনক বিদায় হবে এক বিপর্যয়। ইইউয়ের এমপ্লয়ার্স সংস্থা বিজনেস ইউরোপ সোমবার এক সতর্কতা উচ্চারণ করেছে। এএফপি। লুক্সেমবার্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জিন ক্লডের সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা আগে ইইউয়ের অত্যন্ত অন্যতম ক্ষমতাসম্পন্ন লবি বিজনেস ইউরোপ এ সতর্কতা প্রকাশ করল। ৩১ অক্টোবর ব্রিটেনের নির্ধারিত ইইউ ত্যাগের মাত্র দেড় মাস আগে দু’পক্ষই প্রতিবন্ধক সংস্কারের জন্য চাপের সম্মুখীন হয়েছে। কিন্তু জনসন বলেছেন, যা তার পূর্বসূরি টেরেসা মেয়ের মতো নয়, তিনি দৃঢ় সংকল্প যে, যুক্তরাজ্য চুক্তির মধ্য দিয়ে বা চুক্তি ছাড়া ৩১ অক্টোবরের মধ্যে ইইউ ত্যাগ করবে। বিজনেস ইউরোপের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্কাস জে বেয়ের এক বিবৃতিতে বলেছেন, চুক্তিহীন ব্রেক্সিট হবে বিপর্যয়ের প্রস্তুত প্রণালি এবং তাই এ পথ থেকে অবশ্য সরে আসা উচিত। তিনি বলেন, যুক্তরাজ্যের জন্য এক বিশৃঙ্খল ব্যবস্থা চুক্তিহীন ব্রেক্সিট সকল পক্ষের জন্যই হবে চরম ক্ষতিকর। জনসন গত শুক্রবার বলেছেন, জাঙ্কারের সঙ্গে বৈঠকের আগে তিনি সর্তকতার সঙ্গে আস্থাশীল রয়েছেন। জুলাইয়ের শেষের দিকে তিনি ক্ষমতায় আসার পর ইইউ প্রধান নির্বাহীর সঙ্গে এটাই হচ্ছে তার প্রথম সাক্ষাত। দু’দিনের এক ইউরোপীয় শীর্ষ বৈঠক ১৭ অক্টোবর ব্রাসেলসে শুরু হবে। দু’পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের জন্য এ শীর্ষ বৈঠকই হবে শেষ সুযোগ।
×