ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘সৌদিতে হামলা আরবদের জন্য হুমকি’

প্রকাশিত: ১০:২৮, ১৭ সেপ্টেম্বর ২০১৯

‘সৌদিতে হামলা আরবদের জন্য হুমকি’

সৌদি আরবের তেল কারখানার ড্রোন হামলার ঘটনাকে আরব দেশগুলোর জাতীয় নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে মন্তব্য করেছে আরব লীগ। প্রায় পাঁচ বছর ধরে সৌদি আরব ইয়েমেনে সামরিক আগ্রাসন চালিয়ে আসলেও আরব লীগ এ বিষয়ে সম্পূর্ণ নীরব রয়েছে। আরব লীগের বিবৃতিতে বলা হয়, সৌদি তেল স্থাপনায় ইয়েমেনের প্রতিশোধমূলক হামলা চলমান উত্তেজনাকে ‘বিপজ্জনক মাত্রায়’ বাড়িয়ে দিয়েছে। এতে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে ‘সন্ত্রাসী’ বলা হয়। দাবি করা হয়েছে, আনসারুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইয়েমেনের জনগণের কোন সম্পর্ক নেই। বিবৃতিতে বলা হয়েছে, আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে তেহরান। সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে ভয়াবহ আগ্রাসন শুরু করার পর থেকে গত পাঁচ বছরে আরব লীগ ওই আগ্রাসনের নিন্দা জানানো দূরে থাক উল্টো সৌদি আরবের সমর্থনে বহুবার বক্তব্য দিয়েছে। -পার্সটুডে
×