ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চূড়ান্ত এনআরসি থেকেও বাদ পড়ার ঝুঁকি

প্রকাশিত: ১০:২৮, ১৭ সেপ্টেম্বর ২০১৯

চূড়ান্ত এনআরসি থেকেও বাদ পড়ার ঝুঁকি

ভারতের অসমের চূড়ান্ত নাগরিকপঞ্জিতে (এনআরসি) যাদের নাম উঠেছে তাদের কারও কারও বাদ পড়ার ঝুঁকি রয়েছে। এই তালিকা একেবারে চূড়ান্ত নয়। এ থেকেও কেউ কেউ বাদ পড়তে পারেন। কিছু শর্তের বেড়াজালে তারা আটকা পড়তে পারেন। ৩১ আগস্ট অসমের চূড়ান্ত নাগরিকপঞ্জি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এ থেকে বাদ পড়েন প্রায় ১৯ লাখ অধিবাসী। ইন্ডিয়া টুডে। ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেন্স (এনআরসি) কর্তৃপক্ষ জানায়, কোন তথ্য ভুলভাবে উপস্থাপন বা কোন নথি যদি ভুয়া মনে হয় এনআরসি কর্তৃপক্ষের কাছে, তাহলে সেই ব্যক্তিকে অযোগ্য ঘোষণা করতে পারে এবং তাকে তালিকা থেকে বাদ দেয়া হতে পারে। যে কোন সময় এনআরসিতে অন্তর্ভুক্তির অযোগ্যতা প্রতীয়মান হলে সেটা তালিকা থেকে বাদ পড়ার কারণ হবে। এনআরসিতে নাম অন্তর্ভুক্তির জন্য তিন কোটি ৩০ লাখ ২৭ হাজার ৬৬১ লোক আবেদন করেছিল। এর মধ্যে তিন কোটি ১১ লাখ ২১ হাজার চার জন চূড়ান্ত তালিকায় থাকার যোগ্যতা অর্জন করে আর ১৯ লাখ ছয় হাজার ৬৫৭ জনকে তালিকা থেকে বাদ দেয়া হয়।
×