ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বাজেট ঘাটতি ছাড়িয়েছে লাখ কোটি ডলার

প্রকাশিত: ১০:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০১৯

যুক্তরাষ্ট্রে বাজেট ঘাটতি ছাড়িয়েছে লাখ কোটি ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থবছরের ১১ মাসে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতির পরিমাণ ছাড়িয়েছে লাখ কোটি মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে প্রায় ১৯ শতাংশ। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চলতি অর্থবছরের শুরুতে বাজেট ঘাটতির পূর্বাভাস দেয়া হয় ৯৬ হাজার কোটি মার্কিন ডলার। কিন্তু বছর শেষ হওয়ার আগেই লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে ঘাটতি। চলতি অর্থবছরে রেকর্ড ঘাটতি হতে পারে বলে সতর্ক করছেন অর্থনীতিবিদরা। তারা জানান, আগামী ১০ অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজেটে গড় ঘাটতি হতে পারে ১ লাখ ২০ হাজার কোটি ডলার। এর আগে ২০০৯ সালে প্রথমবারের মতো লাখ কোটি ডলার বাজেট ঘাটতি দেখা যায় যুক্তরাষ্ট্রে।
×