ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ধনবৈষম্য ও দুর্নীতির বিস্তারে ওয়ার্কার্স পার্টির উদ্বেগ

প্রকাশিত: ১০:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০১৯

ধনবৈষম্য ও দুর্নীতির বিস্তারে ওয়ার্কার্স পার্টির উদ্বেগ

স্টাফ রিপোর্টার ॥ দেশে ক্রমবর্ধমান ধনবৈষম্য, দুর্নীতি, মাদকের বিস্তার, নারী ও শিশুদের প্রতি সহিংসতা, সন্ত্রাস, হত্যা, গুম ও সাম্প্রদায়িকতার ক্রমবর্ধমান বিস্তারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি। দলটির শীর্ষ নেতারা বলছেন, উন্নয়নের দিক বিবেচনা করলে দেশ এগিয়ে গেলেও নানা কারণে সামাজিক সূচক নামছে নিচের দিকে। যে কোন মূল্যে সামাজিক সূচক উপরে ওঠাতে হবে। অন্যথায় এককভাবে উন্নয়ন দিয়ে আন্তর্জাতিক বিশে^ দেশের সার্বিক মানদ- ধরে রাখা কঠিন হবে। সোমবার দলটির দুই দিনব্যাপী শুরু হওয়া পলিটব্যুরো সভার সমাপনী প্রস্তাবে বলা হয়, দেশের চলমান উন্নয়নে সৃষ্ট সম্পদের বৃহদাংশ মুষ্টিমেয় ধনীর দখলে। এ জন্য ব্যাংকের টাকা লুট, বিদেশে পাচার, সরকারী প্রকল্প ও ক্রয়ে অবিশ^াস্য রকম মূল্য দেখিয়ে অর্থ আত্মসাত ও সর্বোপরি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ব্যাংক, বীমা ও লাভজনক প্রতিষ্ঠানসমূহের মালিকানা দখল করতেও তারা সামান্যতম দ্বিধা করছে না। এর ফলে সৃষ্ট আরও ধনবৈষম্য সমাজের মধ্যে ক্রমবর্ধমান অস্থিরতা তৈরি করছে। ফলে এই উন্নয়ন টেকসই না হওয়ার সমূহ বিপদ দেখা দিয়েছে। অন্যদিকে দুর্নীতি এখন রাষ্ট্র, সমাজ, অর্থনীতি ও প্রশাসনের স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। রাষ্ট্র ক্ষমতার শীর্ষ থেকে নিচ পর্যন্ত এর চরম বিস্তৃতি ঘটেছে। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেও তার চারপাশেই এটা ঘটে চলেছে। পলিটব্যুরোর প্রস্তাবে বলা হয়, মাদকের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা ঘোষণা ও কথিত বন্দুকযুদ্ধে বহু সংখ্যক মাদক কারবারি নিহত হওয়ার পরও মাদক এখন শহর ছেড়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে গেছে। মাদকের প্রভাবে যুবসমাজ ধ্বংসের প্রান্তে। মাদকাসক্তিসহ সামাজিক ক্ষেত্রে চরম অবক্ষয়, নারী ও শিশু ধর্ষণ হত্যাসহ, নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ধর্মবাদীদের ফতোয়া, তথাকথিত হিজাব, নেকাবসহ পর্দার ঘেরটোপ। পথে ঘাটে, কর্মস্থলে নারীরা শিকার হচ্ছে যৌন নিপীড়নের। পলিটবুরোর প্রস্তাবে বলা হয়, সন্ত্রাস এখন কিশোরদের মধ্যে পর্যন্ত বিস্তৃত হয়েছে। গুম-অপহরণের ঘটনাও ঘটছে প্রতিনিয়ত।
×